ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পোশাক শ্রমিকদের বোনাস ১৬ ও বেতন ১৯ আগস্টের মধ্যে

প্রকাশিত: ০৫:৫৭, ১০ আগস্ট ২০১৮

পোশাক শ্রমিকদের বোনাস ১৬ ও বেতন ১৯ আগস্টের মধ্যে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পোশাকসহ অন্যান্য শিল্পখাতের শ্রমিকদের আসন্ন কোরবানির ঈদের বোনাস ১৬ আগস্টের মধ্যে পরিশোধ করতে নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাক কারখানা ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠান ও কারখানার সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটি’র বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এ তথ্য জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, শ্রমিকদের জুলাই মাসের বেতন আগস্ট মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে বোনাস দিতে হবে ১৬ অগাস্টের মধ্যে। আর শ্রমিকদের চলতি মাসের বেতন ১৯ অগাস্টের মধ্যে পরিশোধ করতে হবে। বরাবরের মতোই পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দিতে বলা হয়েছে জানিয়ে মুজিবুল হক বলেন, ঈদ-উল-ফিতরের আগে নেয়া সভার সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন হওয়ায় শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। ঈদ-উল-ফিতরে এক পোশাক কারখানার মালিক শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছিল। পরে সরকার ওই মালিকদের সঙ্গে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন দেয়ার ব্যবস্থা করে। প্রতিমন্ত্রী বলেন, গত ঈদেও সমস্যা হয়নি, শ্রমিকদের কোন অসন্তোষ দেখা যায়নি, এই ঈদেও হবে না। সভায় শ্রম সচিব আফরোজা খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিফতরের মহাপরিদর্শক মোঃ শামসুজ্জামান ভূঁইয়া, শ্রম অধিদফতরের মহাপরিচালক শিবনাথ রায়, বিকেএমই-এর সহ-সভাপতি মোস্তফা কামাল পাশা, বিজিএমই-এর সহ-সভাপতি এসএম মান্নান কচি এবং শ্রমিকদের পক্ষে রায় রমেশ, সিরাজুল ইসলাম রনি ও লিশা ফেরদৌস ওই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, কমপ্লায়েন্স কারখানায় বেতন বোনাস নিয়ে কোন প্রকার সমস্যা নেই। ছোটখাটো দু’একটি কারখানায় অনেক সময় সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, শিল্প পুলিশ, বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক সংগঠনগুলো সতর্ক রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ঈদ-উল-আজহা গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস ছুটিসহ যাতায়াত স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং আনন্দঘন হবে। সভায় কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং ঈদের আগে রাস্তায় ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখার স্বার্থে সেক্টর এবং এলাকাভিত্তিক সমন্বয় করে ছুটি দেয়ার সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্তের প্রতি মালিক-শ্রমিক উভয়পক্ষই সম্মত হয়েছেন বলে জানানো হয়।
×