ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই শিক্ষার্থীর মৃত্যু স্বীকারোক্তি দিলেন জাবালে নূরের চালক মাসুম

প্রকাশিত: ০৮:২৪, ৯ আগস্ট ২০১৮

দুই শিক্ষার্থীর মৃত্যু স্বীকারোক্তি দিলেন জাবালে নূরের চালক মাসুম

কোর্ট রিপোর্টার ॥ বাসচাপায় দুই শিক্ষার্থীর প্রাণহানির মামলায় ঘাতক জাবালে নূর বাসের সেই চালক মাসুম বিল্লাহ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। বুধবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এই জবানবন্দী শেষে আদালত তাকে কারাগারে পাঠায়। সাত দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম এ আসামিকে আদালতে হাজির করে জবানবন্দী রেকর্ড করার আবেদন করেন। জানা গেছে, জবানবন্দীতে মাসুম বিল্লাহ বলেছেন, ২৯ জুলাই বেশি ভাড়া পাওয়ার আশায় আগে যাত্রী ওঠানোর জন্য তিনটি বাসের সঙ্গে পাল্লা দিয়েছিলেন। ওই কারণে জিল্লুর রহমান ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা শহীদ রমিজ উদ্দিন স্কুল এ্যান্ড কলেজের ১৪-১৫ জন ছাত্রছাত্রীর ওপর গাড়িটি উঠিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের গুরুতর জখম করেন। পরে গাড়ি থেকে নেমে পালিয়ে যান। মামলাটিতে বর্তমানে ঘাতক বাসের মালিক মোঃ শাহদাত হোসেন এবং জাবালে নূরের আরও ২টি বাসের চালক ও হেল্পার মোঃ এনায়েত হোসেন (৩৮), মোঃ সোহাগ আলী, মোঃ রিপন হোসেন এবং মোঃ জোবায়ের রিমান্ডে রয়েছেন।
×