ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

২২ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১৪টির ইপিএস কমেছে

প্রকাশিত: ০৬:৩৯, ৯ আগস্ট ২০১৮

২২ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১৪টির ইপিএস কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ তারল্য সঙ্কটের কারণে চলতি বছরের প্রথমার্ধটা খারাপ গেছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের। এ খাতের তালিকাভুক্ত ২২ কোম্পানির মধ্যে পাঁচটি লোকসান করেছে। বাকি ১৭টি মুনাফায় থাকলেও ১২টির শেয়ারপ্রতি আয় (ইপিএস) গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন আইসিবি এ খাতভুক্ত হলেও এর আর্থিক বছর শেষ হয় জুনে। আর্থিক প্রতিবেদনের নিরীক্ষা শেষ না হওয়ায় এখনও তা প্রকাশ করেনি কোম্পানিটি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডিসেম্বরে হিসাব বছর শেষ হয় এমন ২২ আর্থিক প্রতিষ্ঠান চলতি বছরের প্রথম ছয় মাসে মোট নিট মুনাফা করেছে প্রায় ২১৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ১২ কোটি টাকা বা সাড়ে ৫ শতাংশ কম। কোম্পানিগুলোর প্রকাশিত ইপিএস ও শেয়ারসংখ্যা বিবেচনায় মুনাফার এ হিসাব পাওয়া গেছে। তবে সর্বশেষ এপ্রিল থেকে জুন প্রান্তিকের মুনাফার অবস্থা ছিল আরও খারাপ। এ সময়ে আট কোম্পানি লোকসান করেছে। বাকি ১৪ কোম্পানির মধ্যে ৯টিরই ইপিএস গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। এ প্রান্তিকে এই ২২ কোম্পানির নিট মুনাফা হয়েছে মোট ৮৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ কোটি টাকা বা ১৬ শতাংশ কম। পর্যালোচনার তথ্যানুযায়ী, বছরের প্রথম ছয় মাসে মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে আইপিডিসি, উত্তরা ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স ও ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের। এর মধ্যে সর্বাধিক প্রবৃদ্ধি হয়েছে আইপিডিসির। বছরের প্রথম অর্ধে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ১৭ কোটি টাকা ছাড়িয়েছে, যা গত বছর ছিল ১১ কোটি টাকারও কম। এ কারণে ইপিএস ৫ টাকা ৬৪ পয়সা থেকে বেড়ে ৯ টাকা ৮২ পয়সায় উন্নীত হয়েছে। মুনাফায় প্রবৃদ্ধি বজায় থাকা উত্তরা ফাইন্যান্সের নিট মুনাফা প্রায় ৩ কোটি টাকা বেড়ে প্রায় ৭৩ কোটি টাকা এবং ইপিএস ৫ টাকা ৫৮ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ৮১ পয়সা হয়েছে। জিএসপি ফাইন্যান্সের নিট মুনাফা পৌনে ৩ শতাংশ বেড়ে সাড়ে ১১ কোটি টাকা এবং ইপিএস ৫ টাকা ৮৬ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ৯৪ পয়সা হয়েছে। আর ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের (ডিবিএইচ) নিট মুনাফা দেড় শতাংশ বেড়ে প্রায় ৫৯ কোটি টাকা হয়েছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বছরের প্রথম ছয় মাসে প্রায় ১১ কোটি টাকা মুনাফার তথ্য দিয়েছে। যদিও গত বছরের একই সময়ে ১২ কোটি টাকার বেশি লোকসান করেছিল। এতে শেয়ারপ্রতি ৬৫ পয়সা লোকসান থেকে এ বছর ৫২ পয়সা মুনাফা করেছে। বিপরীতে মুনাফা ব্যাপকভাবে কমেছে পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (পিএলএফএস)। কোম্পানিটি গত বছরের প্রথম ছয় মাসে প্রায় ৯ কোটি টাকা নিট মুনাফা করেছিল। আর চলতি বছরে একই সময়ে প্রায় ১৪ কোটি টাকা লোকসান করেছে। এতে এ কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ৩১ পয়সা থেকে এ বছর শেয়ারপ্রতি ৪৯ পয়সা লোকসান হয়েছে।
×