ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

১৫ আগস্ট সব ব্যক্তিগত চেম্বারে ডাক্তাররা ফি ছাড়াই চিকিৎসা দেবেন

প্রকাশিত: ০৬:৩৬, ৯ আগস্ট ২০১৮

১৫ আগস্ট সব ব্যক্তিগত চেম্বারে ডাক্তাররা ফি ছাড়াই চিকিৎসা দেবেন

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের আহ্বানে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সকল ব্যক্তিগত চেম্বারে বিনামূল্যে চিকিৎসা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশের চিকিৎসকদের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ। সচিবালয়ে ফেডারেশন অব মেডিক্যাল সোসাইটিস বাংলাদেশ এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে সভাপতিত্বকালে মন্ত্রীর আহ্বানে চিকিৎসকরা এই ঘোষণা দেন। চিকিৎসকদের বিশেষায়িত পেশাভিত্তিক ২৬টি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এই ফেডারেশনের সদস্য।বুধবার সভায় বিদেশ থেকে চিকিৎসক এসে বাংলাদেশে রোগী দেখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ মেডিক্যাল এ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন নিশ্চিত করার নির্দেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এক্ষেত্রে বিদ্যমান নীতিমালা কঠোরভাবে মেনে চলার জন্য বিএমডিসিকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এবার বিসিএসের লিখিত পরীক্ষায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণ স্টাফ রিপোর্টার ॥ ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় রেকর্ডসংখ্যক চাকরিপ্রার্থী অংশ নেয়ার পর এবার বিসিএসের লিখিত পরীক্ষায় রেকর্ড পরিমাণ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। বুধবার থেকে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিয়েছেন ৯০ শতাংশেরও বেশি শিক্ষার্থী। যে কোন বিসিএসে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের হার ৮২ থেকে ৮৩ শতাংশ। বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক বলে অভিহিত করেছেন বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
×