ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দরিদ্র শিক্ষার্থীদের সাইকেল বিতরণ

প্রকাশিত: ০৬:৫৩, ৮ আগস্ট ২০১৮

দরিদ্র শিক্ষার্থীদের সাইকেল বিতরণ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়েছে। ছাত্রীদের স্মার্ট, দক্ষ, সাইকেল চালনায় আগ্রহী ও বাল্যবিয়ে নিরুৎসাহিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সুলতানা পারভিন। পরে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার ৬ ছাত্রীর মধ্যে বাইসাইকেল প্রদান করে সাইকেল বিতরণের শুভ উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩০ দরিদ্র ও মেধাবী ছাত্রীকে বাইসাইকেল বিতরণ করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন। গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৭ আগস্ট ॥ সদর উপজেলার হাটগোপালপুর বটগাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে নান্নু লস্কর (৫২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে হাটগোপালপুর-নারিকেলবাড়িয়া সড়কের বেড়বাড়িয়া সড়কের এ দুর্ঘটনা ঘটে। মৃত নান্নু লস্করের বাড়ি সদর উপজেলার ধনঞ্জয়নপুর গ্রামে। হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তারিফুল ইসলাম জানান, দুপুরে নান্নু লস্কর বাড়ি থেকে হাটগোপালপুর বাজারে আসছিলেন। পথে বেড়বাড়িয়া বটতলা এলাকায় পৌঁছালে বটগাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×