ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনায় ৯৩ কোটি টাকার সড়ক ২ বছরেই ধস

প্রকাশিত: ০৬:৫৯, ৭ আগস্ট ২০১৮

পাবনায় ৯৩ কোটি টাকার সড়ক ২ বছরেই ধস

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৬ আগস্ট ॥ ৯৩ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগের বাঁধেরহাট থেকে খয়েরচাঁদ সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এ সড়ক নির্মাণে শুভঙ্করের ফাঁকি দেয়ায় মাত্র ২ বছরের ব্যবধানে প্রকল্পের সাড়ে ১২ কিলোমিটার সড়ক পথে ব্যাপক ধস নেমেছে। যেনতেনভাবে কাজ করে সিংহভাগ টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, পাবনার ঢালারচর নরদহ প্রান্ত থেকে ঢাকা আরিচা প্রান্তে ফেরি সার্ভিস চালুর পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক স্তরে বেড়া উপজেলার বাধেরহাট থেকে খয়েরচাঁদ পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার পাকা রাস্তার জন্য ৯৩ কোটি টাকা বরাদ্দ দেয়। ২০০৬ সালে এ প্রকল্পে ৩টি ব্রিজ ৩৬৪ কিলোমিটার এবং ৩টি কালভার্ট ৩২ মিটার নির্মাণ শুরু হয়। সড়কটি নির্মাণের পর এ সড়কে কোন ভারি যান চলাচল শুরু না হতেই ব্যাপক ধস দেখা দেয়। স্থানীয়রা জানিয়েছেন, নির্মাণ কাজের নানা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে। যার ফলে এই নতুন রাস্তাটি জনগণের ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এ অনিয়মের সঙ্গে তৎসময়ে কর্তব্যরত সড়ক বিভাগের প্রকৌশলীর যোগসাজশ রয়েছে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের নজর দেয়া প্রয়োজন বলেও মনে করেন ভুক্তভোগী জনসাধারণ। স্থানীয়রা বলছেন, উন্নয়নের নামে এভাবে শুভঙ্করের ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার হরিলুট করা হয়েছে। এলাকাবাসী বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার পরেও কোন তদন্ত হয়নি। বেড়ার মাসুমদিয়া ইউপি চেয়ারম্যান মিরাজ হোসেনসহ স্থানীয়রা অভিযোগ করেন রাস্তা নির্মাণ করা হয়েছে শুধু বালি দিয়ে, রাস্তা পাকা হওয়ার পর থেকেই বারবার ভেঙ্গে যাচ্ছে আর জন ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বেড়ার ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী জানান, রাস্তাটি প্রায় ২০/৩০ জায়গায় ভেঙ্গে গেছে। বাইক নিয়ে যাওয়া গেলেও রিক্সাভ্যান নিয়ে যাওয়া আসা মুশকিল। বেড়া উপজেলার রূপপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল হাশেম উজ্জ্বল জানান, রাস্তাটি দিয়ে একটি ভ্যানরিক্সা চলাচলের মতো অবস্থা নেই, তিনি এ বিষয়ে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বর্তমান সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেছেন। নেত্রকোনা নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলার কলমাকান্দা-দুর্গাপুর সড়কের চান্দুয়াইল এলাকায় অবস্থিত একটি সেতুর এ্যাপ্রোচ সড়ক ধসে যাওয়ায় ওই সড়কে চার দিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ কারণে সড়কের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, গত কয়েক দিনের ভারি বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানির চাপে সম্প্রতি চান্দুয়াইল এলাকায় কাটাখালি খালের ওপর নির্মিত সেতুটির এ্যাপ্রোচ সড়ক ধসে যায়। এর ফলে কলমাকান্দা-দুর্গাপুর এবং লেংগুড়া-নলছাপ্রা সড়কে বাস, ট্রাক, লেগুনা, অটো ও সিএনজিসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
×