ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউর নয়া উপ-উপাচার্য অধ্যাপক রফিক

প্রকাশিত: ০৬:৪১, ৭ আগস্ট ২০১৮

বিএসএমএমইউর নয়া উপ-উপাচার্য অধ্যাপক রফিক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন কিডনী বিভাগের সাবেক চেয়ারম্যান প্রখ্যাত কিডনী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামী তিন বছরের জন্য তাকে এ নিয়োগ দিয়েছেন। গত ২ আগস্ট থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম দায়িত্বভার গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন। আরও ছিলেন অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল হান্নান, সহযোগী অধ্যাপক ডাঃ জিল্লুর রহমান ভূঁইয়া, অধ্যাপক ডাঃ এস এম মোস্তফা জামান, সহযোগী অধ্যাপক ডাঃ হারাধন দেবনাথ ও ডাঃ এ কে এম শরীফুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি
×