ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ৩২ জন নিহত

প্রকাশিত: ০৮:০৭, ৬ আগস্ট ২০১৮

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ৩২ জন নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ইন্দোনেশিয়ার লম্বোক দ্বীপে আবারও শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত হয়েছে। ৭ মাত্রার এ ভূমিকম্পে ধসে পড়েছে বাড়িঘর, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুত ব্যবস্থা। কম্পন অনুভূত হয়েছে কাছের বালি দ্বীপেও। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রবিবারের এ ভূমিকম্পের উৎপত্তিস্থল দ্বীপটির উত্তর উপকূলে মাটির ১০ কিলোমিটার গভীরে। খবর বিবিসির। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও দুইঘণ্টা পর তা তুলে নেয়া হয়। এর মাত্র এক সপ্তাহ আগেই দ্বীপটিতে ৬ দশমিক ৪ মাত্রার অন্য একটি ভূমিকম্পে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। সৈকত ও হাইকিং ট্রেইলের জন্য লম্বোক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। রবিবারের এ ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন থেকে মানুষজনকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। লম্বোকের প্রধান শহর মাতরমের ভবনগুলো ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকবেলা সংস্থার প্রধান অগুং গ্রামুজা নিহতের সংখ্যা ৩২ বলে নিশ্চিত করেছেন। আরও কতজন মানুষ আহত হয়েছে তা জানার চেষ্টা চলছে বলে জানান তিনি। বালি দ্বীপে কয়েক সেকেন্ড কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর লম্বোক ও বালি বিমানবন্দরে লোকজনকে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে দেখা গেছে।
×