ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভূমিকম্প মোকাবেলায় নিয়মিত মহড়া করতে হবে ॥ ত্রাণমন্ত্রী

প্রকাশিত: ০৬:৪৭, ৬ আগস্ট ২০১৮

  ভূমিকম্প মোকাবেলায়  নিয়মিত মহড়া  করতে হবে ॥  ত্রাণমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ভূমিকম্প মোকাবেলায় সব সংস্থার সমন্বিত উদ্যোগ ও প্রস্তুতি গ্রহণ করতে হবে। নিয়মিত মহড়া করতে হবে এবং মানুষকে সচেতন করার পদক্ষেপ নিতে হবে। তিনি রবিবার বাংলাদেশ সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে দুই দিনব্যাপী ভূমিকম্প অনুশীলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। সেনাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান লে. জেনারেল নাজিম উদ্দিন, পিএসসিসহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স, রাজউক, ওয়াসা, ডেসা, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগ, সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর আর্মি ওয়ার গেম সেন্টার এ অনুশীলনের আয়োজন করে। এ অনুশীলনকে সময়োপযোগী উল্লেখ করে মন্ত্রী বলেন নিকট অতীতে বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প মোকাবেলা করেনি। তাই এ অনুশীলন সাংগঠনিক দক্ষতা, যন্ত্রপাতি ব্যবহার, প্রশিক্ষণ পরিচালনা ও সকলের মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে ঘাটতি নির্ধারণের পাশাপাশি তা পূরণে কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন সিসমিক জোন ম্যাপিং এ দেখা গিয়েছে যে বাংলাদেশের ব্যাপক এলাকা উচ্চ ও মধ্য মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। অপরিকল্পিত নগরায়ন, ঘন জনবসতি এবং অনেক ক্ষেত্রে বিল্ডিং কোড বা নির্মাণ নীতিমালা অনুসরণ না করে ভবন ও স্থাপনা নির্মাণের কারণে ঝুঁকির মাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে। ভূমিকম্প মোকাবেলায় একটি সুষ্ঠু কেন্দ্রীয় পরিকল্পনা, মাঠপর্যায়ে কাজ করার জন্য যথাযথ বিকেন্দ্রীকরণ এবং সমাজের সব স্তরের জনগণের কার্যকরী অংশগ্রহণের উপর মন্ত্রী গুরুত্বারোপ করেন।
×