ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিরাপদ সড়কের দাবি

রাবি-রুয়েট, কুয়েট-জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:১৩, ৬ আগস্ট ২০১৮

  রাবি-রুয়েট, কুয়েট-জাবিতে শিক্ষার্থীদের  বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন ও মৌন মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রকলা ভবনের সামনে থেকে শিক্ষকরা মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সিরাজী ভবনের সামনে সমাবেশে মিলিত হয়। এদিকে বেলা ১১টায় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। এ সময় হামলাকারীদের শাস্তি ও নিরাপদ সড়কসহ ৬ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। রাবিতে শিক্ষকদের সমাবেশে বক্তারা বলেন, আমাদের ছেলে মেয়েদের ওপরে, শিক্ষার্থীদের ওপরে জুলুম আমরা কোনক্রমেই গ্রহণ করি না। বাংলাদেশের সরকারকে এটা বুঝতে হবে, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন কোন কূটচালের আন্দোলন না। সারা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি নিয়ে আমাদের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। এর আগে দুপুর ১২টায় ঢাকায় হামলার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন পালিত হয়। সেখানে শিক্ষার্থীরা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে হামলাকারীদের শনাক্ত করে বিচার দাবি করেন। খুলনা ॥ খুলনা থেকে স্টাফ রিপোর্টার জানান, নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে রবিবার খুলনায় আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। জানা গেছে, এদিনের আন্দোলনে স্কুল ও কলেজের শিক্ষার্থীর অংশগ্রহণ ছিল না বলেই চলে। আন্দোলন করেছেন মূলত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং একাধিক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। রবিবার দুপুর ১২টা থেকে মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত শিববাড়ির মোড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। জাবি ॥ এদিকে জাবি সংবাদদাতা জানান, নিরাপদ সড়কের দাবিতে ও জিগাতলাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা। রবিবার শিক্ষার্থীরা সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করে ধর্মঘটের সমর্থনে সাড়ে ১১টার দিকে বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হয়। বাকৃবি ॥ বাকৃবি সংবাদদাতা জানান, ঢাকাসহ সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ক্লাস বন্ধ করে মুক্তমঞ্চের সামনে জড়ো হয়। সেখানে নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
×