ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খসরুর গোপন ফোনালাপ

বিএনপি-জামায়াতের অপরাজনীতির নীলনক্সা উন্মোচিত

প্রকাশিত: ০৫:১০, ৬ আগস্ট ২০১৮

 বিএনপি-জামায়াতের অপরাজনীতির নীলনক্সা উন্মোচিত

মোয়াজ্জেমুল হক ॥ সুযোগ এলেই বেকায়দায় ফেলে সরকার পতনের আন্দোলন সৃষ্টির অপচেষ্টা বিএনপি, জামায়াত ও মৌলবাদী গোষ্ঠীর অপতৎপরতা নতুন নয়। সরকারের বিরুদ্ধে যেতে পারে এমন কোন ঘটনা হলেই এই গোষ্ঠী হিংস্র ছোবল হানছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সবই মোকাবিলা করেছে অতি সতর্কতার সঙ্গে। এতে সুফলও তারা ঘরে তুলেছে। ফলে বিএনপিকে সামনে রেখে মৌলবাদী অপশক্তিগুলো প্রতিবারই লেজ গুটিয়ে পলায়নপর তৎপরতার পথই বেছে নিতে বাধ্য হয়েছে। এই গোষ্ঠীর সদস্যরা এতই তৎপর যে ছোট বড় যে কোন ঘটনাকে পুঁজি করে এরা অপরাজনীতির অপকৌশল নিয়ে অন্ধকার পথে ঘেরাটোপে নিয়ে যেতে তৎপরতা চালায়। শেষ পর্যন্ত যখন নীলনক্সার বাস্তবায়ন প্রক্রিয়া ফাঁস হয়ে যায় তখনও সরকারী কর্মকান্ডকে দোষারোপ করে জনগণকে বোকা বানাতে তৎপর থাকে। নিরাপদ সড়ক ব্যবস্থার দাবিতে এবার কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে বিএনপি ও তাদের সমর্থিত মৌলবাদী গোষ্ঠী তৎপর। অপ্রকাশ্যে নিয়ন্ত্রণে নেয়ার ব্যাপক তৎপরতা চালিয়েছে। কিন্তু বিধি বাম। আবারও ব্যর্থ। এই গোষ্ঠীর সদস্যরা অতি গোপনে তাদের সমর্থকদের মাঠে নামিয়ে ফেলেছিল। অসংখ্য সাদা কাপড়ের স্কুল ড্রেস, ব্যাগ এমনকি মাঠে থাকতে খাবারসহ আনুষঙ্গিক বহু কিছু সরবরাহ করার ঘটনা বেরিয়ে এসেছে। যা কোমলমতি শিক্ষার্থীদের বিরাট একটি অংশ টেরও পায়নি। বিভিন্ন সূত্রে জানানো হয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনকে নিয়ে অপরাজনীতির অপখেলায় আবারও ধরা খেল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর গোপন যে কথোপকথন ফাঁস হলো তাতে বেরিয়ে এলো থলের বিড়াল। তার ফোনালাপ বিভিন্ন মাধ্যমে ব্যাপক প্রচার হওয়ার পর বিভিন্ন মহল বুঝতে সক্ষম হলো শিক্ষার্থীদের আন্দোলনকে বিএনপি ও তাদের দোসররা কিভাবে এবং কোন প্রক্রিয়ায় নেয়ার নীলনক্সা প্রণয়ন করেছিল। অথচ, স্বচ্ছ পানির মতো সত্য, এ ঘটনাটিকে নিয়ে বিএনপির পক্ষে এবং আমীর খসরু নিজে বক্তব্য দিলেন, ‘এটি ¯্রফে একটি বানোয়াট অডিও, মিথ্যা প্রচারণা।’ অথচ, সংশ্লিষ্ট বিভিন্ন মহলের মতে বিষয়টি শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যর্থ প্রয়াস ছাড়া আর কিছুই নয়। সূত্র মতে, বিএনপি-জামায়াতের এ ধরনের অপরাজনীতি, কূটকৌশলের ঘটনা অসংখ্য। সর্বশেষ সংযোজন হলো খসরুর ফোনালাপ। ইতোপূর্বে অপরাজনীতির নেপথ্যের নায়ক হিসেবে বিএনপি যে কাজ করেছে তার উদাহরণ ভূরি ভূরি। বর্তমান সরকারের চলমান দুই মেয়াদের ক্ষমতার সময়ে জ্বালাও পোড়াও, চলন্ত বাসে অগ্নিসংযোগ করে মানুষ হত্যাসহ এমন কোন কিছু নেই যে, উদ্দেশ্যমূলকভাবে হীন রাজনীতির খেলায় তারা নামেনি। এতে জনগণের ক্ষতি হয়েছে ব্যাপক। নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু বিএনপির স্বার্থ উদ্ধারের হীন প্রয়াস বিফলেই থেকে গেছে। বিভিন্ন সূত্র জানায়, মুখে ইসলামের লেবাস লাগিয়ে ঢাকায় হেফাজতীদের তান্ডবে মূল ইন্ধন তো ছিল বিএনপিরই। দলটির চেয়ারপার্সন ঢাকাবাসীকে হেফাজতীদের পাশে দাঁড়ানোর ডাকও দিয়েছিলেন। কিন্তু সরকার বিষয়টি বুঝতে পেরে এক রাতের অভিযানে প্রণীত নীলনক্সার ষড়যন্ত্র নসাৎ হয়ে গেল। বিশেষজ্ঞ বিভিন্ন সূত্র মতে, ক্ষমতা হারিয়ে বিএনপি বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার নিরন্তর অপচেষ্টায় লিপ্ত। দলটির চেয়ারপার্সন আর্থিক কেলেঙ্কারির ঘটনায় দ-িত হয়ে এখন জেলে। তারই পুত্র দলটির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক জিয়া রয়েছেন লন্ডনে পলাতক জীবনে। সেখানে আরাম আয়েশী জীবনে থেকে অপরাজনীতির কূটকৌশল নিয়ে তৎপর। যে কারণে রাজনীতি নিয়ে তার মিথ্যাচারের খবর প্রকাশে খোদ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি ততই বেসামাল অবস্থানের পথে যাচ্ছে বলে প্রতীয়মান। অতীতের সকল অপকর্ম ঢাকা দিতে এই দলটি যত না তৎপর হওয়ার কথা, বিপরীতে নতুন নতুন নীলনক্সা ও কূটকৌশল প্রণয়নেই লিপ্ত। লক্ষ্য সরকার হঠানো। যেনতেনভাবে হলেও ক্ষমতার স্বাদ গ্রহণ। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়েও এদেশে রাজনীতি করার ফন্দি এঁটেছিল। কিন্তু সেটিও ব্যর্থ হয়ে যায়। এ ছাড়া এ সরকারের আমলে অনুষ্ঠিত সংসদীয় উপ-নির্বাচন থেকে সিটি ও পৌরসভা নির্বাচন, উন্নয়ন কর্মকা-সহ সবকিছুতেই এরা মিথ্যার বেসাতি নিয়ে খেলে যাচ্ছে। কিন্তু খেলার অঙ্কে বরাবরই ভুল থাকায় সফল হওয়ার ঘরে যুক্ত হচ্ছে কেবলই শূন্য। রাজনীতিকে অনেকে শূন্য থেকে পূর্ণ হন। কিন্তু বিএনপি ও তাদের সহযোগী মৌলবাদী গোষ্ঠীর সদস্যদের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার স্বপ্ন ক্রমাগতভাবে দুঃস্বপ্নেই পরিণত হচ্ছে বলে বিভিন্ন সূত্রের মতো রয়েছে। সূত্র জানায়, বিএনপি একেবারে জনসমর্থনহীন দলও নয়। কিন্তু দলীয় চেয়ারপার্সন ও সিনিয়র ভাইসচেয়ারম্যানের অঙ্গুলি নির্দেশে চলা এই দলটি প্রতিনিয়ত জনসমর্থন থেকে সরে যেতে শুরু করেছে তা সুস্পষ্টভাবে প্রতীয়মান।
×