ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে খামারিকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:৫৬, ৫ আগস্ট ২০১৮

বাগেরহাটে খামারিকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জ উপজেলার মহিষপুরা পুরাতন ফেরিঘাট এলাকায় শুক্রবার রাতে জাহাঙ্গীর খাঁ (৪৮) নামে এক মৎস্য খামারিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জাহাঙ্গীর মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা গ্রামের কালু খাঁ’র ছেলে। নিহতের পরিবার জানায়, শুক্রবার রাতে প্রতিদিনের মতো বাড়ি সংলগ্ন মৎস্য খামার পাহারা দিতে যান জাহাঙ্গীর। রাত ১২টার দিকে রাস্তার ওপর আকস্মিকভাবে জাহাঙ্গীরকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। জাহাঙ্গীরের চিৎকার শুনে লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পিরোজপুর জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৎস্য খামার নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই হত্যাকা- ঘটিয়েছে বলে নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন। খুলনায় বৃদ্ধের গলা কাটা লাশ স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, কয়রা উপজেলার পল্লীতে মজিবর সানা (৬৮) নামের এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে কয়রার ফতেকাটি গ্রামের নিজ বসতবাড়ির বারান্দায় কে বা কারা তার গলায় রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সিরাজগঞ্জে যুবক স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, শনিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার স্টেডিয়াম রোডে একটি পরিত্যক্ত ঘর থেকে বিচ্ছিন্ন মাথাসহ আশরাফুল শেখ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, আশরাফুল মাদকাসক্ত ছিল। এ কারণে পরিবারের সদস্যরা তার ওপর অতিষ্ঠ ছিল। বিভিন্ন সময়ে মাদক সেবন করে এখানে-সেখানে পড়ে থাকত সে। প্রায় ২০/২২ দিন আগে সে নিখোঁজ হয়। এ কারণেই পরিবার তার খোঁজখবর নেয়নি। পরে দুপুরে ওই এলাকায় যাতায়াতের সময় দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পরিত্যক্ত ওই ঘরে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের অর্ধগলিত দেহটা নিচে পড়ে থাকলেও মাথাটা ফাঁসের দড়ির সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। সিলেটে কলেজ অধ্যাপক স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, শহরের একটি হোটেল থেকে হাকিম ফেরদৌস ওয়াহিদ (৫৫) নামে ঢাকা তিব্বিয়া কলেজের অধ্যাপকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নগরীর ধোপাদিঘীর পাড়ে অবস্থিত এ হোটেল থেকে অধ্যাপকের লাশটি পুলিশ উদ্ধার করে। মৃত হাকিম ফেরদৌস ওয়াহিদ তিব্বিয়া কলেজের অধ্যাপকের পাশাপাশি বাংলাদেশ ইউনানী সমিতির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। জানা যায়, তিনি সিলেট তিব্বিয়া কলেজের কোয়ালিফাইড পরীক্ষায় অংশগ্রহণের জন্য শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হোটেল অনুরাগে উঠেন। শনিবার সকালে তার কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাকিম ফেরদৌস ওয়াহিদ স্টোক করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জামালপুরে যুবতী নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ গামারিয়া গ্রামের একটি আখক্ষেত থেকে অজ্ঞাত এক যুবতীর (৩০) লাশ উদ্ধার করেছে। অজ্ঞাত দুর্বৃত্তরা ধর্ষণের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে বলে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। জানা গেছে, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের গামারিয়া গ্রামের আখচাষী ইয়ার হোসেনের আখক্ষেতে কাজ করতে গিয়ে শ্রমিকরা এক যুবতীর লাশ পড়ে থাকতে দেখে। স্থানীয়রা থানায় খবর দিলে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। ঝিনাইদহে নারী নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের পাশের একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত এক মহিলার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১ টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। জানা গেছে, স্থানীয়রা শনিবার সকালে রেলস্টেশনের পাশের একটি পুকুরপাড়ে অজ্ঞাত মহিলার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
×