ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী টোল প্লাজায় ভাংচুর ॥ এএসপি সাসপেন্ড

প্রকাশিত: ০৭:১৪, ৪ আগস্ট ২০১৮

 কর্ণফুলী টোল প্লাজায় ভাংচুর ॥ এএসপি  সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কর্ণফুলী শাহ আমানত সেতুর টোলপ্লাজায় ভাংচুর ও কর্মচারীদের মারধর করেছেন এক সহকারী পুলিশ সুপার (এএসপি)। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জেলা পুলিশ। জানা যায়, মীরসরাই সার্কেলের এএসপি মশিয়ার রহমান শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটান। সাদা পোশাকে তিনি কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। সেখানে দুটি বুথে টোল সংগ্রহের দায়িত্ব ছিলেন সোহাগ ও ফয়সাল নামের দুই কর্মচারী। এএসপি মশিয়ারের গাড়ি ছিল একটু পেছনে। আচমকা তিনি গাড়ি থেকে নেমে টোলপ্লাজার বুথের কাছাকাছি এসে পড়েন। কর্মচারীরা কোন কিছু বুঝে উঠার আগেই পুলিশের এই কর্মকর্তা বুথের গ্লাস ভাঙ্গা শুরু করেন। পরে দুই কর্মচারীকে বুথ থেকে বের করে মারধর শুরু করেন। এই দুজনকে বাঁচাতে এসে মারধরের শিকার হন আরও এক কর্মচারী। শুধু তাই নয়, তিনি লাইনে থাকা কিছু গাড়িকে টোল ছাড়া ছেড়ে দিতে বাধ্য করেন এবং একপর্যায়ে চলে যান। টোলপ্লাজার ইজারাদার প্রতিষ্ঠানের কর্মচারীরা জানান, এএসপি মশিয়ার রহমানকে তখন মাতাল মনে হচ্ছিল। এ বিষয়ে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্ত করে তার চাকরি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
×