ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধে দণ্ড প্রাপ্ত কুদ্দুসের ৬ মাসের জামিন

প্রকাশিত: ০৬:৫৩, ৩ আগস্ট ২০১৮

যুদ্ধাপরাধে দণ্ড প্রাপ্ত কুদ্দুসের ৬ মাসের জামিন

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০ বছরের দ-প্রাপ্ত আসামি নোয়াখালীর সুধারামের আব্দুল কুদ্দুস ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তাকে ছয় মাসের জামিন দিয়েছে আপীল বিভাগ। একইসঙ্গে জামিনের মেয়াদ ৬ মাস পূর্ণ হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে(বিএসএমএমইউ) একটি বোর্ড বসিয়ে তার স্বাস্থ্যগত তথ্য জমা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। আব্দুল কুদ্দুসের ক্যান্সারের বিষয়ে মেডিক্যাল প্রতিবেদন বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ বিচাপতির আপীল বেঞ্চ এই আদেশ দেন। এ সময় আসামির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালত থেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় দ- নিয়ে এটাই প্রথম জামিনের আদেশ। এর আগে আর কোনও অপরাধী আপীল বিভাগ থেকে জামিন পাননি। আদালতে আসামির জামিনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রসঙ্গত, এর আগে গত ১৩ মার্চ এই মামলায় তিনজনকে মৃত্যুদ- এবং একজনকে ২০ বছরের কারাদ- দিয়ে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এদের মধ্যে আমির আলী মোঃ জয়নাল আবদিন ও আবুল কালাম ওরফে এ কে এম মনসুরের মৃত্যুদ-ের রায় হয়। মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মোহাম্মদপুরে মোঃ সুজন (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইকবাল হোসেন হাবিব (২৩) নামে আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোহাম্মদপুরের নবীনগর ১ নম্বর রোড এলাকায় সুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত সুজন মোহাম্মপুর এলাকার বাসিন্দা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, সুজনের সঙ্গে ইকবালের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। ঘটনার পর ইকবালকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
×