ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যাপলের স্মার্টওয়াচ রফতানি ৩০ শতাংশ বেড়েছে

প্রকাশিত: ০৬:৪২, ৩ আগস্ট ২০১৮

এ্যাপলের স্মার্টওয়াচ রফতানি ৩০ শতাংশ বেড়েছে

এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ৩৫ লাখ স্মার্ট ওয়াচ (ঘড়ি) রফতানি করেছে এ্যাপল যা গতবারের চেয়ে ৩০ শতাংশ বেশি। ফলে জনপ্রিয়তা বাড়ছে এ্যাপল ওয়াচের। ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল এ্যাপলের জন্য ওই বছরের সবচেয়ে বাজে সময়। সে তুলনায় এবার অনেক ভাল অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। এ্যাপলের পাশাপাশি অন্য প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোও ভাল সময় পার করেছে। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যবসা বেড়েছে এ্যাপলের অন্যতম প্রতিযোগী ফিটবিট ও জার্মিনের। প্রতিষ্ঠান দুটি বাজারে তাদের শেয়ারের পরিমাণ বাড়িয়েছে। ফিটবিট ও জার্মিনের এ্যাডভান্সড হার্ট রেট ম্যাট্রিক্স এবং স্মার্ট কোচিংয়ের মতো ফিচারগুলো ব্যবহারকারীদের নজর কেড়েছে। অন্য প্রতিষ্ঠানগুলো বাজারে নিজেদের শেয়ারের পরিমাণ বাড়ানোয় শেয়ার কমেছে এ্যাপলের। প্রতিষ্ঠানটির স্মার্টওয়াচ রফতানির পরিমাণ বাড়লেও বাজারে শেয়ারের পরিমাণ কমেছে ৯ শতাংশ। বছরের প্রথম প্রান্তিকে শেয়ারের পরিমাণ ৪৩ শতাংশ থাকলেও বর্তমানে তাদের শেয়ারের পরিমাণ ৩৪ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×