ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘সার্ফবোর্ড’ উন্মোচন করল মার্কিন প্রতিষ্ঠান টেসলা

প্রকাশিত: ০৬:৪১, ৩ আগস্ট ২০১৮

‘সার্ফবোর্ড’ উন্মোচন করল মার্কিন প্রতিষ্ঠান টেসলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রতিষ্ঠানের প্রচারে কয়েক বছর ধরেই আকর্ষণীয় কিছু পণ্য বাজারে এনেছেন মার্কিন প্রকৌশলী ইলন মাস্ক। তারই ধারাবাহিকতায় এবার ‘সার্ফবোর্ড’ উন্মোচন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা। এর আগে সুড়ঙ্গ খননকারী প্রতিষ্ঠান ‘বোরিং কম্পানি’ ব্র্যান্ডেড হ্যাট এবং ফ্লেইম থ্রোয়ার বিক্রি করেছেন মাস্ক। রবিবার নিজেদের ব্র্যান্ডেড সার্ফবোর্ড উন্মোচন করেছে তার প্রতিষ্ঠান। এই সার্ফবোর্ডের দাম বলা হয়েছে ১৫০০ মার্কিন ডলার। ইতোমধ্যেই হ্যাট, শার্ট, পাওয়ারব্যাংক এবং বাচ্চাদের চালানোর মতো গাড়ি বিক্রি করেছে টেসলা। এবার এতে নতুন মাত্রা যোগ করতে সার্ফবোর্ড উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। লস্ট সার্ফবোর্ডস এবং ম্যাট মেইহেম-এর সঙ্গে এই সার্ফবোর্ডটির নক্সা করেছে টেসলার ডিজাইন স্টুডিও। পণ্যটির বর্ণনায় বলা হয়, প্রতিষ্ঠানের গাড়ির মতো ফিনিশিং দেয়া হয়েছে সার্ফবোর্ডে এবং এতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার। ‘মডেল এস, এক্স এবং ৩ গাড়ির বাইরে বা ভেতরে সহজেই রাখা যাবে সার্ফবোর্ডটি।’ এটির ওপরে এবং নিচে রাখা হয়েছে টেসলার লোগো। সার্ফবোর্ডটি খুবই সীমিত সংখ্যায় বিক্রি করা হবে। মাত্র ২০০টি বোর্ড বানাবে প্রতিষ্ঠানটি। এ বছর বিক্রি হওয়া অর্ধেক স্মার্টফোনেই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছর বিশ্বব্যাপী বিক্রি হওয়া মোট স্মার্টফোনের প্রায় অর্ধেক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এ্যাসিস্ট্যান্ট চালিত হবে, রবিবার বাজারবিষয়ক এক পরামর্শদাতা প্রতিষ্ঠান একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। স্ট্র্যাটেজি এ্যানালিটিকস-এর তথ্যমতে, চলতি বছর বিশ্বব্যাপী বিক্রি হওয়া মোট স্মার্টফোনের ৪৭.৭ শতাংশ স্মার্টফোনেই কোন ধরনেই এআই এ্যাসিস্ট্যান্ট থাকবে। ২০১৭ সালে এই হার ছিল ৩৬.৬ শতাংশ। ডিভাইসেই এআই রাখার প্রবণতা স্মার্টফোন নির্মাতাদের মধ্যে দ্রুত বাড়ছে। ২০২৩ সালের প্রায় ৯০ শতাংশ স্মার্টফোনে বিল্ট-ইন এআই এ্যাসিস্ট্যান্ট থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে স্ট্র্যাটেজি এ্যানালিটিকস-এর প্রতিবেদনে।
×