ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা মানে গাঙ-নদী?

প্রকাশিত: ০৬:৩৪, ২ আগস্ট ২০১৮

ঢাকা মানে গাঙ-নদী?

বর্ষাকালে দুর্ভোগ বাড়ে- এ তো নতুন ঘটনা নয়। প্রতিবছর এ দুর্ভোগের চিত্র দেখতে হচ্ছে আমাদেরকে। বিরামহীন বর্ষায় ঢাকার রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। আবার রাস্তাঘাট সংস্কারের কারণেও খানাখন্দ সৃষ্টি হয়ে আছে সর্বত্র। যে কারণে বর্ষাকালে চলাচলে আরও দুর্ভোগ বেড়েছে। জানি না, এ দুর্ভোগ থেকে আমরা কবে রেহাই পাব? আসল কথা, ঢাকার যত সব খাল, জলাশয়, পুকুর, ডোবা-নালা আছে তা দখল করে করে ভরাট করার কারণেই বৃষ্টির জল বা পানি সরে যেতে পারে না সহজে। আর এ কারণে বর্ষাকালে ঢাকার রাস্তাঘাটে চলাচলে দুর্ভোগ বাড়ে প্রতিবছর বর্ষাকালে। কর্তৃপক্ষ কেন যে পারেন না- খাল, জলাশয়, ডোবা-নালা, পতিত জায়গা উদ্ধার করে দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? কর্তৃপক্ষের কাজই তো হলে, খাল, জলাশয়সহ যাবতীয় যা কিছু সরকারী সম্পত্তি রয়েছে তা রক্ষণাবেক্ষণ করা। কিন্তু তা রক্ষণাবেক্ষণে যখন ব্যর্থ তখন তাহলে তারা দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে চলে গেলেই তো পারেন। আমরা চাই - ঢাকার প্রতিটি খাল, জলাশয় উদ্ধার হোক। যতদিন তা না হচ্ছে ততদিন পর্যন্ত বর্ষাকাল এলে নগরবাসীকে দুর্ভোগের পর দুর্ভোগ পোহাতে হবে। এ থেকে যেন নিস্তার নেই। ঢাকার যত খাল-জলাশয় রয়েছে তা উদ্ধার করে খনন করা হোক। সেই সঙ্গে ঢাকার চারপাশের নদীগুলো খনন করে নাব্য ফিরিয়ে আনা হলেই বর্ষাকালে দুর্ভোগ থেকে নগরবাসী রেহাই পাবে। নচেৎ নয়। খালগুলো যতদিন পর্যন্ত উদ্ধার না হচ্ছে ততদিন বর্ষাকালে পানি জমবে, নামবে নৌকা। আর নগরবাসী নৌকায় দাঁড়িয়ে সেলফি তুলে বলবে- ‘ঢাকা মানে গাঙ-নদী, গাঙ-নদী।’ রূপনগর, ঢাকা থেকে
×