ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসমের নাগরিক তালিকা নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৬, ১ আগস্ট ২০১৮

অসমের নাগরিক তালিকা নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের অসমে ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনস (এনআরসি) এর খসড়া প্রকাশ নিয়ে বাংলাদেশ কোনভাবেই উদ্বিগ্ন নয়। এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ সরকার কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিতেও রাজি নয়। তবে অসমের এনআরসি পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে বাংলাদেশ। ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র এসব তথ্য জানিয়েছে। খবর ওয়েবসাইটের। সূত্র জানায়, ভারতের অসম রাজ্য সরকার সোমবার (৩০ জুলাই) জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে। এ তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৪০ লাখ অসমের নাগরিক। এ নিয়ে অসমে এখন রাজনৈতিক উত্তেজনাও চলছে। কেননা অনেক বৈধ নাগরিকই ওই তালিকা থেকে বাদ পড়েছেন। তবে অসম রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তালিকায় বাদ পড়া নাগরিকদের পুনরায় আবেদনের সুযোগ রয়েছে। এনআরসি তালিকার বিষয়ে দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, এনআরসি খসড়া প্রকাশ ভারতের একান্তই অভ্যন্তরীণ বিষয়। ভারত সরকার কখনই বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে এ বিষয় তোলেনি। তাই এখন পর্যন্ত এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। কোন অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ হস্তক্ষেপ করবে না। অসমের অবৈধ নাগরিকদের বাংলাদেশী বলেও চিহ্নিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। অবৈধ নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেয়া হতে পারে বলেও কেউ কেউ আশঙ্কা করছেন। তবে এ নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ। কেননা মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে পাঠালেও ভারতের অসমের ক্ষেত্রে তেমন ঘটবে না বলেই মনে করছেন বাংলাদেশ সরকারের শীর্ষ কর্মকর্তারা। বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন সুসম্পর্ক বিদ্যমান। উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা একাধিকবার বলেছেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সরকারের বর্তমান আমলে দুই দেশই সোনালি অধ্যায় অতিক্রম করছে। সে কারণে অসমের নাগরিক তালিকা নিয়ে উভয় দেশের মধ্যে কোন ধরনের নেতিবাচক প্রভাব যেন না পড়ে, তা নিয়েও সতর্ক রয়েছে ঢাকা-দিল্লী। সূত্র জানায়, নাগরিক তালিকার বিষয়ে বাংলাদেশ সরকার এখনই কোন প্রতিক্রিয়া দেখাতে রাজি নয়। ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই এটাকে এখনও দেখে আসছে সরকার। তবে প্রতিক্রিয়া না দেখালেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে বাংলাদেশ।
×