ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পাঁচ অস্বাভাবিক মৃত্যু

প্রকাশিত: ০৫:৫৫, ১ আগস্ট ২০১৮

রাজধানীতে পাঁচ অস্বাভাবিক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে চার নারীসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তাদের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর পল্লবীতে ছারপোকা মারার ওষুধ খেয়ে সুবর্ণা আক্তার ফাতেমা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সুবর্ণার নানি নূরজাহান জানান, মঙ্গলবার সকালে সুবর্ণাকে বাসায় রেখে নানা মনির কাজের জন্য বাইরে যান। এ সময় সুবর্ণাকে বেডরুমে রেখে তিনি (নানি নুরজাহার) বাইরে রান্না করছিলেন। কিছুক্ষণ পর রুমের ভেতর গিয়ে সুবর্ণাকে অস্বাভাবিক কান্নাকাটি ও বমি করতে দেখে। পরে দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা অবনতি হলে দুপুরে তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে একইদিন দুপুরে পুলিশ বাড্ডা থেকে নুপুর ইসলাম (৩৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, নুপুর আত্মহত্যা করে থাকতেন পারেন। অপরদিকে সকালে যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় স্বপ্না আক্তার (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহতের স্বামীর নাম শাওন হোসেন। অন্যদিকে মঙ্গলবার ভোরের দিকে খিলগাঁওয়ে তালতলা সুপার মার্কেট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ফলেসা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের স্বামীর নাম হাসেম আলী। স্বামীর সঙ্গে খিলগাঁওয়ের খিদমা হাসপাতালের পাশে থাকতেন। এ ছাড়া মঙ্গলবার দুপুরে গে-ারিয়ায় মুরগিটোলা এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে সালাম (৫৬) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।
×