ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির নেতিবাচক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৩, ১ আগস্ট ২০১৮

বিএনপির নেতিবাচক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপির নেতিবাচক রাজনীতির জন্য দলটিকে জনগণ নির্বাচনে প্রত্যাখ্যান করেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের মতো তারা যে আন্দোলনের ডাক দিয়েছে সেটিও জনগণ প্রত্যাখ্যান করবে। জনগণের ওপর বিএনপির কোন আস্থা নেই। কাজেই তারা কি করে প্রত্যাশা করে জনগণ তাদের ভোট দেবে। তিন সিটি নির্বাচনকে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি যে নীলনক্সা করেছিল সেই নীলনক্সা এ দেশের জনগণ ব্যর্থ করে দিয়েছে, ভ-ুল করে দিয়েছে। নির্বাচন করতে নয়, সরকার ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করতেই বিএনপি নির্বাচনে এসেছিল। কিন্তু সেই চক্রান্ত জনগণ ভেস্তে দিয়েছে। বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে দোষী চালকের ফাঁসিসহ ৯ দফা দাবিতে রাজপথে আন্দোলনে নামা শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে আমি অনুরোধ করব, প্লিজ তোমরা শান্ত হও, ক্লাসে ফিরে যাও। পড়াশোনায় মনোনিবেশ কর। এটা সড়কের বিষয় নয়। সরকার চুপ করে বসে নেই। ঘটনা ঘটার ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। দোষীদের শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে আছে। জড়িত থাকা দোষীদের বিচার হবে, শাস্তিও হবে।’ মঙ্গলবার ধানম-ি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিন সিটির নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতেই সাংবাদিক সম্মেলনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সড়কে দুটি কচি প্রাণ ঝরে গেছে। এই ঘটনায় আমরা মর্মাহত। আমাদের সরকার চুপ করে বসে নেই। সরকারে পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করা হয়েছে। গাড়ি জব্দ করা হয়েছে। সরকারের যা করণীয় সরকার তা করেছে। এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। বিএনপির নেতিবাচক রাজনীতির জন্য দলটিকে জনগণ নির্বাচনে প্রত্যাখ্যান করেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের মতো তারা যে আন্দোলনের ডাক দিয়েছে সেটিও জনগণ প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, আজ তাদের (বিএনপি) বিক্ষোভ, এই বিক্ষোভে তাদের কর্মীরাও নামেন কী না আমি জানি না। কারণ বিএনপির কর্মীরা তো তাদের যার যার এলাকায় দেখেছে, কীভাবে নির্বাচন হয়েছে। তিনি বলেন, আমরা আগের বার ক্ষমতায় থাকতে পাঁচ সিটি কর্পোরেশনে বিএনপি প্রার্থীরা জয় লাভ করেছে। এবার আমরা ৪টিতে জিতেছি তারা জিতেছে একটিতে। তারা এবার ১/৫ অংশে জিতেছে। স্থানীয় সরকার নির্বাচনে ৯০ ভাগ আমরা জয় করেছি। এর অর্থ সিটির ৫ ভাগের ৪ ভাগ জনগণ শেখ হাসিনার নেতৃত্বাধীন উন্নয়ন ও অর্জনের রাজনীতি গ্রহণ করেছে। বিএনপির নেতিবাচক রাজনীতিকে বর্জন করেছে।
×