ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ম্যাচে ৪ জনের বেশি বিদেশী খেলতে পারবেন না, অক্টোবরে প্লেয়ার্স ড্রাফট, ষষ্ঠ আসর শুরুর সম্ভাব্য তারিখ ৫ জানুয়ারি

এবার বিপিএলে থাকবে ডিআরএস

প্রকাশিত: ০৬:৫৮, ৩১ জুলাই ২০১৮

এবার বিপিএলে থাকবে ডিআরএস

স্পোর্টস রিপোর্টার ॥ নবেম্বর-ডিসেম্বরেই সাধারণত হয়ে থাকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসর। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ আসরটি অবশ্য এবার পিছিয়ে যাচ্ছে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন থাকার কারণে। এ কারণে ইতোমধ্যেই বিপিএলের ষষ্ঠ আসর আগামী ৫ জানুয়ারি শুরু করে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গবর্নিং কাউন্সিল। তবে এ বছর অক্টোবরেই অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। বিদেশী ক্রিকেটারদের দৌরাত্ম্য কমাতে এবার প্রতিটি দল ৮ জনের বেশি বিদেশীকে দলে নিতে পারবে না এবং প্রতি ম্যাচে খেলাতে পারবে সর্বোচ্চ ৪ বিদেশীকে। এছাড়া মাঠ আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা এবং বিতর্ক এড়াতে এবার রিভিউ সিস্টেম (ডিআরএস) রাখার সিদ্ধান্তটিও প্রায় চূড়ান্ত। গতবারের মতোই এবার ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৭ দলের বিপিএল। সভা শেষে বিপিএল গবর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস এসব জানিয়েছেন। গত বিপিএলে এক ম্যাচে প্রতিটি দল নামাতে পেরেছিল ৫ বিদেশী ক্রিকেটারকে। বিষয়টি দারুণ বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়। ঘরোয়া একটি আসরে দেশের ক্রিকেটারদের গুরুত্ব কমে যাওয়ার পেছনে এত বেশি বিদেশী খেলানো অনেক বড় ভূমিকা রেখেছে এমনটাও দাবি করেন অনেকে। দেশীয় ক্রিকেটারদের মধ্যেও ছিল হতাশা ও ক্ষোভ। কারণ বিশ্বের কোন ফ্র্যাঞ্চাইজি টি২০ আসরেই এক ম্যাচে ৪ জনের বেশি বিদেশী খেলানো হয় না। অবশেষে এবার পুরনো নিয়মেই ফিরে যাচ্ছে বিপিএল গবর্নিং কাউন্সিল। আগামী বিপিএলের এক ম্যাচে সর্বাধিক ৪ বিদেশী ক্রিকেটারকে খেলাতে পারবে দলগুলো। বিদেশী ক্রিকেটারদের চাপ কমাতে এমনকি প্রতি দলে প্লেয়ার্স ড্রাফটের সময়ও ৮ জনের বেশি বিদেশীকে দলে টানা যাবে না এমন নিয়ম বেঁধে দেয়া হয়েছে। যদিও চূড়ান্তভাবে সিদ্ধান্তটি নেয়া হয়নি। এ বিষয়ে জালাল ইউনুস বলেন, ‘গতবার পাঁচ বিদেশী ক্রিকেটার খেলতে পারলেও এবার কি হবে এখনও ভাবিনি আমরা। সামনে আবারও বসব আমরা। তারপর সবকিছু চিন্তা করে সিদ্ধান্ত নেব।’ এছাড়া প্রতিটি দল পুরনো ৪ জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। এবারও ৭টি দল নিয়েই অনুষ্ঠিত হবে বিপিএল এবং মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থাকবে ভেন্যু হিসেবে। আগে ইচ্ছেমতো বিদেশী ক্রিকেটার দলে নেয়া যেত। যখন যিনি সময় দিতেন, তাকেই খেলানো যেত। এবার সে নিয়মের ব্যত্যয় ঘটতে যাচ্ছে। এবার কোনভাবেই ৮ জনের বেশি বিদেশী ক্রিকেটার দলে নেয়া যাবে না। আর স্থানীয় ক্রিকেটারের সংখ্যাও বেঁধে দেয়া থাকবে। সেই সংখ্যা হবে ১২ জনের। অর্থাৎ কোন দল ১২ জন স্থানীয় ক্রিকেটার এবং ৮ জনের বেশি বিদেশী ক্রিকেটার দলে ভেড়াতে পারবে না। এছাড়া এবারের বিপিএলে ‘ডিআরএস’ সিস্টেম থাকার বিষয়টিও খুব করে আলোচিত হয়েছে। জানা গেছে, মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে যাতে হৈ চৈ না হয় এবং জটিলতা দেখা না দেয় তাই এবার ‘ডিআরএস’ সিস্টেম রাখার সিদ্ধান্তও একরকম চূড়ান্ত। পক্ষপাতিত্বের অভিযোগ এড়াতে প্রতি ম্যাচে একজন করে বিদেশী আম্পায়ার রাখার কথাও আলোচিত হয়েছে। সেটাও সিদ্ধান্ত আকারে আসতে যাচ্ছে। জানুয়ারির ৫ থেকে বিপিএল চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বিষয়ে জালাল ইউনুস বলেছেন, ‘জাতীয় নির্বাচনের কারণে আমরা আগের নির্ধারিত সময়ে টুর্নামেন্ট শুরু করতে পারছি না। নতুন সূচী অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত হবে বিপিএল। তবে প্লেয়ার্স ড্রাফট আমরা অক্টোবরেই করতে চাইছি। সময় পরবর্তীতে জানানো হবে।’
×