ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা শহরে জলাবদ্ধতা নিরসন দাবি

প্রকাশিত: ০৬:৩০, ৩১ জুলাই ২০১৮

সাতক্ষীরা শহরে জলাবদ্ধতা নিরসন দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শহরের প্রানসায়রের খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সাতক্ষীরা পৌর অডিটোরিয়াম জনসাধারণের অনুষ্ঠানের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এ ছাড়া পৌর এলাকায় নতুন পাবলিক টয়লেট স্থাপন করা ও সংস্কার এবং শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি জানানো হয়েছে এই মানববন্ধন কর্মসূচী থেকে। সোমবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে নাগরিক আন্দোলন মঞ্চ এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। বক্তারা বলেন, সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ রয়েছে। এটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে হবে। এ ছাড়া পৌর এলাকার প্রধান সমস্যা শহরে পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম প্রানসায়রের খাল দখল করে বিভিন্ন দোকান, মসজিদের পাকা ভবন নির্মাণ করা হয়েছে এবং এখনও নির্মাণ চলছে। বক্তাদের অভিযোগ, এই খাল খননের জন্য সরকার প্রকল্পের অনুমোদন দিলেও খালের মধ্যে পাকা পিলার তুলে ভবন নির্মাণের কারণে এই প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হবে। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন এই সরকারী জমিতে প্রকাশ্যে অবৈধ স্থাপনা তৈরি হলেও দীর্ঘদিনেও দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় দখলের পরিমাণ বাড়ছে এবং শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বক্তারা জলাবদ্ধতা দূরীকরণে স্থায়ী সমাধানের দাবি জানান। নাগরিক আন্দোলন মঞ্চের আহ্বায়ক এ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান মাসুম, সুদাংশ শেখর হালদার, আলি নুর খান বাবুল প্রমুখ। বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সোমবার সরকারী আযিযুল হক কলেজের নতুন ভবনের সামনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ জানায়, দুপুর পৌনে বারোটার দিকে লালমনিরহাট থেকে সান্তাহারগামী ট্রেনের নিচে ওই ব্যক্তি কাট পড়ে। এতে তার দেহছিন্নভিন্ন হয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় বিকেল পর্যন্ত পাওয়া যায়নি।
×