ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইভিএমে ভোট দিয়ে মজাই প্যায়াছিরে বাছা ॥ শতবর্ষী বুলবুলি

প্রকাশিত: ০৬:০১, ৩১ জুলাই ২০১৮

ইভিএমে ভোট দিয়ে মজাই প্যায়াছিরে বাছা ॥ শতবর্ষী বুলবুলি

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ শতবর্ষী বুলবুলি একা চলাফেরা করতে পারেন না। কিন্তু ভোট দেয়ার প্রবল আগ্রহে সাত সকালেই নাতনীর হাত ধরে হাজির হলেন ভোটকেন্দ্রে। তবে অন্যবারের মতো সিল মেরে নয়, ইলেক্ট্র্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বোতামে টিপ দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। নতুন এই পদ্ধতিতে ভোট দিতে পেরে মহাখুশি শতবর্ষী বুলবুলি। বললেন, ‘মজাই প্যায়াছিরে বাছা। ভালোই ল্যাগাছে। এক টিপেই খেল খতম। আগে কেনে এমন ছিল না?’ সোমবার সকাল ১০টার দিকে রাজশাহীর বিবি হিন্দু একাডেমিতে ভোট দেন বুলবুলি বেগম। তার মতে ভোট দেয়ার এত সহজ পদ্ধতি আর হয় না। তিনি বলেন, আগে বক্সে প্রতীক ছাপা থাকত। শুধু ব্যালট পছন্দের বাক্সে ফেলে দিলেই ভোট হয়ে যেত। এরপর এলো প্রতীকে সিল মেরে বাক্সে ফেলার সিস্টেম। তারপর স্বচ্ছ বাক্স। আর এখন বোতাম টিপেই ভোট। প্রথমে তার ভয় ছিল নতুন পদ্ধতিতে ভোট দিতে পারবেন কিনা। কিন্তু ভোট দেয়ার পর দারুণ অভিভূত তিনি। বললেন, শেষ বয়সে এসে মেশিনে (ইভিএম) ভোট দিতে পেরে খুব আনন্দ লাগছে।
×