ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে আজ

আজ সিরিজ জিতবে বাংলাদেশ?

প্রকাশিত: ০৭:১৩, ২৮ জুলাই ২০১৮

আজ সিরিজ জিতবে বাংলাদেশ?

মিথুন আশরাফ ॥ ‘আমাদের হাতে আরেকটা ম্যাচ আছে। আশা করি সেখানে আমরা ভাল করব।’-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হতাশার হারের পরই বলেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জেতার আশা থেকেই এমন কথা বলেছেন। তা কি জিততে পারবেন মাশরাফিরা? শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারবে বাংলাদেশ? আজই বোঝা যাবে। সেন্ট কিটসে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে শুরু হবে। এই ম্যাচটি শেষ হতেই বোঝা হয়ে যাবে বাংলাদেশ সিরিজ জিততে পেরেছে কিনা। আপাতত সিরিজে আছে ১-১ সমতা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৪৮ রানে জিতেছে। দ্বিতীয় ওয়ানডেতে শেষ মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায়। মুহূর্তেই টপাটপ দুই উইকেট পড়ে যাওয়ার প্রলয়ঙ্করী ঝড়ে ল-ভ- হয়ে যায় জেতার স্বপ্ন। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জেতার স্বপ্নও ধূলিসাত হয়ে যায়। ৩ রানে হারের আক্ষেপে পোড়ে বাংলাদেশ। আজ যে দল জিতবে, সিরিজ তাদেরই হয়ে যাবে। বাংলাদেশ জিতলে সিরিজ মুঠোয় পুরবে। তাতে ২২ মাস পর আবার ওয়ানডে সিরিজ জেতার স্বাদ পাবে বাংলাদেশ। ২০১৬ সালের সেপ্টেম্বরে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পর প্রায় দুই বছর হতে চলেছে। কিন্তু বাংলাদেশ সিরিজ জিততে পারছে না। এবার আবারও সুযোগ ধরা দিয়েছে। আফগানদের বিপক্ষে সিরিজটি হয়েছিল দেশের মাটিতে। এবার সিরিজটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। দেশের বাইরে। বিদেশের মাটিতে। দেশের বাইরে বাংলাদেশ প্রায় ৯ বছর ধরে কোন সিরিজ জিততে পারেনি। ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারানোর পর আগস্টে জিম্বাবুইয়েকেও সিরিজে হারিয়েছিল। এরপর বাংলাদেশ বিদেশের মাটিতে আর কোন সিরিজে জিততে পারেনি। এরপর দেশের বাইরে ১৪টি সিরিজ খেলেছে বাংলাদেশ। একটিতেও সিরিজ জয় নেই। শ্রীলঙ্কার বিপক্ষে দুইবার ও আয়ারল্যান্ডের বিপক্ষে একবার সিরিজ ড্র করার স্বাদ নিয়েছে বাংলাদেশ। কিন্তু সিরিজ জেতা আর হয়ে ওঠেনি। এবার সেই সুযোগও বাংলাদেশের সামনে ধরা দিয়েছে। গতবছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে জিতে সিরিজ জেতার আশা জাগায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর তৃতীয় ওয়ানডে হেরে যায়। তাতে সিরিজ হয় ড্র। ২০১০ সালে ইংল্যান্ডেও একবার সিরিজ জেতার সুযোগ ধরা দিয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা আনে। শেষ ওয়ানডেতে জিতলেই হতো। কিন্তু হেরে যায় বাংলাদেশ। দেশের মাটিতে যে ২২ মাস ধরে কোন সিরিজ জেতে না বাংলাদেশ, সময় ব্যবধান আরও কমিয়ে আনা যেত, যদি ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে জেতা যেত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিতে প্রথম ওয়ানডে হারের পর দ্বিতীয় ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেও জেতার সুযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত হারে বাংলাদেশ। এরপর অবশ্য বাংলাদেশ এখন পর্যন্ত দেশের মাটিতে কোন দ্বিপক্ষীয় সিরিজও খেলেনি। আফগানদের বিপক্ষে ২০১৬ সালের সেপ্টেম্বরে সিরিজে জেতার পর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে। এরপর এখন পর্যন্ত দেশের মাটিতে আর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলা হয়নি বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এর আগে সাতবার দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারায় বাংলাদেশ। হোয়াইটওয়াশ করে। কিন্তু সেই রকম দলটি খানিক দুর্বল ছিল। কিন্তু ২০১২ সালে দেশের মাটিতে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলকেই আবার সিরিজে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ। ২০১১ সালেও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারানোর সুযোগ ধরা দিয়েছিল। কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই ওয়ানডে হেরে যায় বাংলাদেশ। সিরিজ হার হয়। এবার ৯ বছর পর আবারও ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারানোর সুযোগ ধরা দিয়েছে। এবারও সিরিজটি হচ্ছে জুলাইতেই। সেন্ট কিটসেই তৃতীয় ওয়ানডে হয়েছিল সেবার। এবারও একই ভেন্যুতে হচ্ছে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। ৯ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবং ২০১২ সালে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজে সিরিজে হারানোর হিসাব ধরলে প্রায় ৬ বছর পর আবার ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সুযোগ মিলেছে। এবার কি পারবে বাংলাদেশ সিরিজ জিতে নিতে?
×