ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়ান ভার্সিটিতে সেমিনার

প্রকাশিত: ০৬:৫৩, ২৭ জুলাই ২০১৮

এশিয়ান ভার্সিটিতে সেমিনার

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং কোয়ান্টাম ফাউন্ডেশন উত্তরা শাখার যৌথ উদ্যোগে সাকসেস এ্যান্ড স্টার্স ম্যানেজমেন্ট ইন প্রফেশনাল লাইফ শীর্ষক এক সেমিনার মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য ড. আবুল হাসান এম সাদেক। মূল আলোচনা রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের অরগানিয়ার নাইম আহমেদ চৌধুরী। ট্রাস্টি বোর্ডের সদস্য সালেহা সাদেক, রেজিস্ট্রার ড. মুহাম্মদ শাহ আলম, পরীক্ষা নিয়ন্ত্রক কে.এম. মনিরুল ইসলাম, ব্যবসা অনুষদের ডীন ড. আব্দুস সালাম সেমিনারে উপস্থিত ছিলেন, এছাড়া বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কোয়ান্টাম ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভার্সুয়াল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে মানুষকে আরও বেশি অসামাজিক ও জীবন সম্পর্কে বিষণœ করে তুলছে প্রামাণ্যচিত্রের মাধ্যমে তা উপস্থাপন করা হয়।-বিজ্ঞপ্তি।
×