ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাক্ষাতকারে জার্মান টেনিস তারকা এ্যাঞ্জেলিক কারবার

‘আবার স্বরূপে ফিরতে চাই’

প্রকাশিত: ০৬:৫৯, ২৬ জুলাই ২০১৮

‘আবার স্বরূপে ফিরতে চাই’

স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর আগে টেনিস কোর্টে দুর্দান্ত পারফর্ম করে পাদপ্রদীপের আলোয় চলে আসেন এ্যাঞ্জেলিক কারবার। সে বছরই দুটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জিতে মিশন শুরু করেন কারবার। বছর শেষ করেন ইউএস ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন। সে বছরই প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসেন এ্যাঞ্জেলিক কারবার। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি স্টেফিগ্রাফের উত্তরসূরি। বিশেষ করে গত বছরটা খুব বাজে কেটেছে তার। কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জিততে পারেননি এই সময়ে। সেই প্রভাব পড়ে তার র‌্যাঙ্কিংয়েও। তবে হারিয়ে যাওয়া সেই কারবার আবার স্বরূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন। সদ্য সমাপ্ত উইম্বলডনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। উইম্বলডনে ক্যারিয়ারের তৃতীয় শিরোপা জয়ের পর দারুণ রোমাঞ্চিত এ্যাঞ্জেলিক কারবার। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা আমার তৃতীয় গ্র্যান্ডস্লাম। ভিন্ন একটা বছরে ভিন্ন একটা গ্র্যান্ডস্লাম। আমি যখন দেয়ালে লেখা সকল উইম্বলডন জয়ী খেলোয়াড়ের নামগুলো দেখি তখন নিজের নামটাও ভেসে ওঠে। এটাই আমাকে আত্মবিশ্বাসী করে তোলে। যে আত্মবিশ্বাসের সৌজন্যেই এবারের টুর্নামেন্টের ফাইনালে ওঠি এবং চ্যাম্পিয়ন হই।’ তবে প্রতিপক্ষ ছিল সেরেনা উইলিয়ামস। গত সেপ্টেম্বরে প্রথম কন্যা সন্তানের মা হন তিনি। মা হওয়ার এক বছরের আগেই প্রথম কোন গ্র্যান্ডস্লামের ফাইনালে জায়গা করে নেন সেরেনা উইলিয়ামস। কত বড় যোদ্ধা? এটাই প্রমাণ করে সেরেনা উইলিয়ামসকে। সেরেনার বিপক্ষে ফাইনাল খেলার অনুভূতিটা কেমন ছিল জার্মান তারকার? এমন প্রশ্নের জবাবে এ্যাঞ্জেলিক কারবার বলেন, ‘ফাইনাল খেলার জন্য অধীর আগ্রহ নিয়েই অপেক্ষা করছিলাম। তবে এই ম্যাচে যে আমার সেরাটাই খেলতে হবে তা আগে থেকেই জানা ছিল। বিশেষ করে সেরেনা উইলিয়ামসের বিপক্ষে ম্যাচে। কেননা সে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন এবং চ্যাম্পিয়ন। সত্যি কথা বলতে তার বিপক্ষে ম্যাচটাকে দারুণ উপভোগ করেছি আমি।’ ২০১৬ সালে টেনিস কোর্টে রাজত্ব করেছিলেন কারবার। কিন্তু পরের মৌসুমে নিষ্প্রভ! এবার কী তাহলে কারবার আগের চেয়ে অভিজ্ঞ? এমন প্রশ্নের উত্তরে জার্মান তারকার সাফ জবাব, ‘হ্যাঁ। দুই বছর আগের চেয়ে এখন আমি অনেক বেশি অভিজ্ঞ। কেননা গত দুটি বছর আমাকে অনেক অভিজ্ঞ করে তুলেছে। বলতে পারেন ভাল-মন্দ দুইদিক থেকেই। কিন্তু গত বছরটা খারাপ গেলেও ২০১৭ সাল ছাড়া কিন্তু এখানে আসতে পারতাম না। গত বছর আমি নিজের ব্যাপারে অনেক কিছুই শিখেছি। আমি মানুষটা কেমন, আমার টেনিসের অগ্রগতি কতটুকু? এর সবকিছুই জেনেছি আমি। কখন আপনার ওপর চাপ তৈরি হবে কিংবা প্রতিপক্ষের ওপর কখন চাপ তৈরি করতে হবে তার সবকিছুই শিখেছি আমি। আসলে এটা একটা প্রক্রিয়া।’ উইম্বলডনে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম জেতা এ্যাঞ্জেলিক কারবার বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের চার নাম্বারে অবস্থান করছেন। এই মুহূর্তে কী র‌্যাঙ্কিং নিয়ে সুনির্দিষ্ট কোন লক্ষ্য আছে তার? এ বিষয়ে স্টেফিগ্রাফের উত্তরসূরির সোজাসাপ্টা উত্তর, ‘সত্যি বলতে আমি এখন এক নম্বরের দিকে দৃষ্টি দিচ্ছি না। বরং নিজের ওপর দৃষ্টি দিচ্ছি আমি। আমার লক্ষ্য এখন আগামী কয়েক মাস টেনিস কোর্টে পুরোপুরি মনোযোগ দেয়া। দেখা যাক কি হয়।’
×