ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউরো সার্জারিতে অবদান রাখায় বিএমএএনএ এ্যাওয়ার্ড পেলেন ডাঃ কনক কান্তি

প্রকাশিত: ০৬:৩১, ২৫ জুলাই ২০১৮

নিউরো সার্জারিতে অবদান রাখায় বিএমএএনএ এ্যাওয়ার্ড পেলেন ডাঃ কনক কান্তি

দেশ ও বিদেশে নিউরো সার্জারি বিষয়ক চিকিৎসাসেবা, গবেষণা ও শিক্ষকতায় অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া আন্তর্জাতিক এ্যাওয়ার্ড ‘বিএমএএনএ রিকগনিশন এ্যাওয়ার্ড ২০১৮-এ ভূষিত হয়েছেন। তিনি আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের লুসিয়ানা রাজ্যের নিউ অর্লিয়েন্সের শেরাটনে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার (বিএমএএনএ) প্রদত্ত অত্যন্ত মর্যাদাকর এই এ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এছাড়া উপাচার্য নিউ অর্লিয়েন্স-এ অনুষ্ঠেয় বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার ৫ দিনব্যাপী (২৬-২৯ জুলাই ২০১৮ইং) ৩৮তম বার্ষিক সম্মেলনেও যোগদান করবেন। সম্মেলনে যোগদানের উদ্দেশে ডাঃ কনক কান্তি বড়ুয়া মঙ্গলবার রাতে নিউ অর্লিয়েন্স-এর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ৩০ জুলাই তিনি দেশে ফিরবেন। -বিজ্ঞপ্তি
×