ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাস্টার্স (প্রফেশনাল) ভর্তির ২য় পর্যায়ে প্রাথমিক আবেদন শুরু

প্রকাশিত: ০৬:৩৪, ২৪ জুলাই ২০১৮

মাস্টার্স (প্রফেশনাল) ভর্তির ২য় পর্যায়ে প্রাথমিক আবেদন শুরু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সালের মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে এলএলবি ১ম পর্ব/পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম/ডিপ্লোমা ইন লাইব্রেরি এ্যান্ড ইনফরমেশন সায়েন্স/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/মাস্টার অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)/এমবিএ ইন এ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহে ২য় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদন ২৩ জুলাই (সোমবার) বিকেল ৪টা থেকে শুরু হয়েছে এবং তা চলবে ২৫ জুলাই রাত ১২টা পর্যন্ত। ২য় পর্যায়ে প্রাথমিক আবেদনকারী প্রার্থীদের মেধা তালিকায় স্থান পেতে তাদের অবশ্যই ৩০ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে রিলিজ স্লিপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ww(w.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে। বাঁশখালীতে বন্য হাতির তাণ্ডব নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৩ জুলাই ॥ উপজেলার পাহাড়ী অঞ্চলের বন্য হাতির পাল প্রতিরাতে লোকালয়ে হানা দিচ্ছে। হাতির পাল লোকালয়ে প্রবেশ করে বাড়িঘর, গাছপালা ও ফসলি ক্ষেতের ব্যাপক ক্ষতি করছে। হাতির আক্রমণে আহত হচ্ছে অনেক মানুষ। এদিকে পাহাড়ী অঞ্চলের লোকালয়ের যখন এই অবস্থা তখন বন বিভাগের লোকজন হাজারও চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনতে পারছেন না বন্য হাতির এই দলটিকে। গত এক সপ্তাহ যাবত এই বন্য হাতির পালের তাণ্ডব অব্যাহত রয়েছে। সর্বশেষ রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, বৈলছড়ি, জলদী, শীলকূপ, চাম্বল ও পুঁইছড়ি ইউনিয়নে পাহাড়ী অঞ্চলে বন্য হাতির পালটি বিচরণ করে তাণ্ডব চালিয়েছে।
×