ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

রেললাইনে মোবাইলে কথা বলার সময় যুবক ট্রেনে কাটা

প্রকাশিত: ০৫:৫৫, ২৪ জুলাই ২০১৮

রেললাইনে মোবাইলে কথা বলার সময় যুবক ট্রেনে কাটা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলক্ষেতে রেললাইনে দাঁড়িয়ে মোবাইল কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে বিমানবন্দর এলাকায় ট্রাক ধাক্কায় এক সিএনজি চালক নিহত হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর খিলক্ষেতে রেললাইনে দাঁড়িয়ে ফোনালাপ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে জুয়েল আখন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। এদিকে সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় ফাঁড়ির পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান। বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, সোমবার সকাল ৯টার দিকে লা-মেরিডিয়ান হোটেলের সামনে রেললাইনে দাঁড়িয়ে জুয়েল মোবাইলে কথা বলছিলেন। এ সময় ট্রেন আসছে দেখে এক পথচারী তাকে ডাক দিয়ে বললে তিনি দ্রুত ওই লাইন থেকে আরেক লাইনে সরে যান। আর ওইখানে যাওয়ার পরপরই তাকে আরেকটি ট্রেন এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে একইদিন রাজধানীর বিমানবন্দর এলাকার বনরূপা এলাকায় ট্রাকের ধাক্কায় রিয়াজ (৩৫) নামে সিএনজিচালিত অটোরিক্সার এক চালকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম কবির হোসেন। গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়। তিনি রাজধানীর গুলশান সরকার বাড়ি এলাকায় থাকতেন। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীদাম চন্দ্র রায় জানান, সোমবার ভোর ৪টার দিকে বনরূপা এলাকায় একটি ট্রাক সিএনজি অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালক রিয়াজ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সকালে ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×