ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাণিজ্যযুদ্ধ এখন বাস্তবতা

প্রকাশিত: ০৪:২৪, ২৩ জুলাই ২০১৮

 বাণিজ্যযুদ্ধ এখন বাস্তবতা

আর্জেন্টিনায় শিল্পোন্নত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গবর্নরদের জোট জি২০’র এক বৈঠকে অংশ নিয়ে ফরাসী অর্থমন্ত্রী বুর্নো লি মাইরে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘বাণিজ্য যুদ্ধ এখন বাস্তবতা।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান একতরফা শুল্কারোপের নীতি পুরোপুরি বুনো আইনের ভিত্তিতে নেয়া হয়েছে। তবে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন শুল্কারোপের পক্ষে সাফাই গাওয়ার পাশাপাশি অবাধ বাণিজ্য প্রতিযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীনের বাজার উন্মুক্ত করে দেয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে বাণিজ্য শত্রু হিসেবে আখ্যা দেন। ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্য প্রবেশের ওপর ৫০০ বিলিয়ন ডলারের শুল্কারোপের হুমকি দেন তিনি। ২৮ সদস্য রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন ও চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×