ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নতুন প্রকল্পেও সমাধান হচ্ছে না রাজধানীর জলাবদ্ধতা

প্রকাশিত: ০৫:৪৭, ২১ জুলাই ২০১৮

নতুন প্রকল্পেও সমাধান হচ্ছে না রাজধানীর জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার ॥ বছর বছর খরচ বাড়ছে, নেয়া হচ্ছে নতুন প্রকল্প। তারপরও সমাধান হচ্ছে না রাজধানীর জলাবদ্ধতার। বর্ষার আগে এবারও ৪০ কোটি টাকা ব্যয়ে রাজধানীর ১৭টি খাল পুনর্খনন করছে ওয়াসা। পরিষ্কার করা হয়েছে আড়াই শ’ কিলোমিটার ড্রেন। এতকিছুর পরও জলাবদ্ধতা কতটা কমবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। বিশেষজ্ঞদের মতে, জলাবদ্ধতার অন্যতম কারণ প্রাকৃতিক জলাধার ভরাট ও দখল। সেই সঙ্গে পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটি, অপরিকল্পিত বক্স কালভার্ট নির্মাণ, যত্রতত্র আবর্জনা ফেলা আর সমন্বয়হীন সংস্কার কাজে, প্রতি বছরই বাড়ছে জলাবদ্ধ এলাকা। এই বর্ষায় জলাবদ্ধতা ঠেকাতে বরাবরের মতোই আগাম প্রস্তুতির বুলি ওয়াসার। সংস্থাটির দাবি এবার কমবে জলাবদ্ধতা। বর্ষা মৌসুম মোকাবেলার জন্য গত মার্চ থেকে কাজ শুরু করেছি। এর মধ্যে আছে ৪০ কোটি টাকা ব্যয়ে রাজধানীকে ঘিরে থাকা ১৭টি খালের ৩০ কিলোমিটার পুনর্খনন। ৩৭০ কিলোমিটার ড্রেনের মধ্যে ২৪৯ কিলোমিটার পরিষ্কার করা হয়েছে। ক্যাচপিট নির্মাণ করা হয়েছে ১ হাজারটি। ২০ হাজার ঘন মিটার বক্স কালভার্ট পরিষ্কার। স্থায়ী-অস্থায়ী পাম্প স্টেশন স্থাপন ও রক্ষণাবেক্ষণ।
×