ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির মুখে ভল্টের সোনা নিয়ে কথা বলা শোভা পায় না ॥ কাদের

প্রকাশিত: ০৬:২৪, ২০ জুলাই ২০১৮

বিএনপির মুখে ভল্টের সোনা নিয়ে কথা বলা শোভা পায় না ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সাজাপ্রাপ্ত এবং দুর্নীতিবাজদের দলের সদস্য হতে নিষেধাজ্ঞার ধারা বাতিল করে বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ হয়েছে। তাদের বাংলাদেশ ব্যাংকের ভল্টে সোনার হেরফের নিয়ে উঠা গুঞ্জন বিষয়ে কথা বলা শোভা পায় না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া সংবর্ধনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামী শনিবার এই উদ্যানেই শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণসহ বিভিন্ন অর্জনের কারণে এর আয়োজন করা হয়েছে। সেতুমন্ত্রী বলেন, ‘এখনও পর্যন্ত আমরা যেটা জানি, এটা হলো ক্লারিকেল এরর (করণিক ভুল)। এছাড়া যদি ভেতরে কোন অনিয়ম হয়ে থাকে এটা সুষ্ঠু তদন্ত হবে। যদি কেউ অপকর্ম করে থাকে, তদন্তে বেরিয়ে আসে তাহলে কঠিন শাস্তি তাকে পেতে হবে।’ তিনি বলেন, ‘আমি এটুকু বলতে পারি, শেখ হাসিনা সরকারের আমলে এ ধরনের অপকর্ম করার কোন সুযোগ নেই।’ প্রসঙ্গত, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বলেন, ‘সরকার যে দেশের অর্থনীতি ফোকলা করে দিচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে অনিয়মই তার প্রমাণ।’ অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচনে পাল্টাপাল্টি বক্তব্যটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কথা হচ্ছে, পাল্টাপাল্টি বক্তব্য ঠিক আছে, সুস্থ বক্তব্য ঠিক আছে, গণতন্ত্রের ভাষায় কথা বলা ঠিক আছে। গণতন্ত্রের ভাষায় কথা বলাটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এখন আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি বলছে দেশে গণতন্ত্র নেই। অবিরাম অগণতান্ত্রিক ভাষায় তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন। অগণতান্ত্রিক ভাষায় শেখ হাসিনা সরকারকে, শেখ হাসিনাকে প্রতিনিয়ত তারা আক্রমণ করে যাচ্ছে। অগণতান্ত্রিক ভাষায় যারা কথা বলে তাদের মুখে কি গণতন্ত্রের বুলি মানায়?’ অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘কোটার ওপর ভর করছে বিএনপি।’ এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।
×