ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত ॥ ইটের আঘাতে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬:০৪, ১৯ জুলাই ২০১৮

বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত ॥ ইটের আঘাতে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহবাগ মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত এবং খিলগাঁওয়ে এক শিশুর ইটের আঘাতে আরেক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আঘাতকারী শিশুকে আটক করা হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটার দিকে শাহবাগ থানা লাগোয়া ফুল দোকানগুলোর সামনের রাস্তায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ওমর ফারুক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। নিহতের পিতার নাম আব্দুস সামাদ। বাড়ি চাঁদপুর জেলার মতলব থানা এলাকায়। তিনি ঢাকায় বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের এক চিকিৎসকের ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন। নিহতের স্বজনরা জানান, ঘটনার সময় ফারুক তার এক আত্মীয়র জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তিনি চোখ দেখানোর জন্য বারডেম হাসপাতালে আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে মেশকাত পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। সেই বাসটিকে পেছন থেকে একটি বাস জোরে ধাক্কায় দেয়। এতে করে সামনের বাসটি ওমর ফারুককে চাপা দেয়। তাতেই তার মৃত্যু হয়। অন্যদিকে মঙ্গলবার রাতে খিলগাঁও মেরাদিয়ার পোড়াবাড়ি এলাকায় এক শিশু আরেক শিশুকে ইট দিয়ে আঘাত করলে আলামিন হোসেন মুন্না (১০) নামের এক শিশুর মৃত্যু হয়। খিলগাঁও থানার ওসি জানান, নিহত মুন্নার সঙ্গে ১০/১২ দিন আগে একই এলাকার সিজান (১২) নামে এক শিশুর মারামারি হয়। এর জের ধরে মঙ্গলবার বিকেলে স্থানীয় হাশেম মোল্লার নির্মাণাধীন বাড়িতে মুন্নাকে ডেকে নেয় সিজান। পরে ওই বাড়ির তৃতীয় তলায় তাকে ইট দিয়ে মাথা, নাক ও মুখে আঘাত করে। আহত মুন্নাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার রাতেই তার মৃত্যু হয়।
×