ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিতল বাংলাদেশ ‘এ’ দল

প্রকাশিত: ০৭:০৫, ১৮ জুলাই ২০১৮

জিতল বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল ওয়ানডেতে জিতল বাংলাদেশ ‘এ’ দল। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২ রানে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। চরম প্রতিদ্বন্দ্বিতা হয় ম্যাচটিতে। শেষ পর্যন্ত জয় মিলে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলেরই। এ জয় পেয়ে তিন ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেছে স্বাগতিকরা। সিলেটে দুই দলের মধ্যকার বৃহস্পতিবার দ্বিতীয় ও শনিবার তৃতীয় ৫০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। আগে ব্যাট করার সুযোগ পেয়ে ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৮০ রান করে স্বাগতিকরা। ওপেনার মিজানুর রহমান ৬৭ ও ফজলে মাহমুদ ৫৯ রান করেন। আরিফুল হক ধুমধাড়াক্কা ব্যাটিং করে ২২ বলেই ৪৭ রান করেন। মোহাম্মদ মিঠুন করেন ৪৪ রান। জবাব দিতে নেমে ৫০ ওভারে ২৭৮ রান করে গুটিয়ে যায় শ্রীলঙ্কা ‘এ’ দল। খালেদ আহমেদ ৪টি, শরিফুল ইসলাম ৩টি ও আরিফুল ২টি উইকেট শিকার করেন। জয়ের কাছাকাছিই চলে গিয়েছিল সফরকারীরা। শেষ বলে জিততে ৩ রানের দরকার ছিল। কিন্তু খালেদ দুর্দান্ত বল করে মাধুশাঙ্কাকে আউট করে দেন। তাতে জয় আসে বাংলাদেশ ‘এ’ দলের। স্কোর ॥ বাংলাদেশ ‘এ’ ইনিংস ॥ ২৮০/৭; ৫০ ওভার (মিজানুর ৬৭, ফজলে ৫৯, আরিফুল ৪৭, মিঠুন ৪৪, সৌম্য ২৪)। শ্রীলঙ্কা ‘এ’ ইনিংস ॥ ২৭৮/১০; ৫০ ওভার (শানাকা ৭৮, প্রিয়াঞ্জন ৪২; খালেদ ৪/৭২, শরিফুল ৩/৫৪, আরিফুল ২/৪২)। ফল ॥ বাংলাদেশ ‘এ’ ২ রানে জয়ী। ম্যাচসেরা ॥ আরিফুল হক (বাংলাদেশ ‘এ’)।
×