ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফুটপাথ থেকে যুবলীগ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৯:০৬, ১৬ জুলাই ২০১৮

ফুটপাথ থেকে যুবলীগ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মহাখালীতে ফুটপাথ থেকে এক যুবলীগ কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। এদিকে আদাবরে মাত্র ৫ শ’ টাকা না পেয়ে বন্ধুর হাতে এক ভাঙ্গারি ব্যবসায়ী খুন হয়েছে। এ ঘটনার পর নিহতের বন্ধু আলমগীর পালিয়েছে। এছাড়া গুলশানে ফজরের নামাজ শেষে হেঁটে বাসায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রবিবার ভোরের দিকে পুলিশ রাজধানীর মহাখালীর আমতলী এলাকার বন ভবন ও জলখাবার হোটেলের পেছনে ফুটপাথ থেকে কাজী রাশেদ (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। নিহত কাজী রাশেদ স্থানীয় যুবলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। বনানী থানার পরিদর্শক (অপারেশন) সাইহান ওলিউল্লাহ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রবিবার ভোরে বন ভবনের পেছনের রাস্তায় রাশেদ নামে ওই যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। তার বুকের বাঁ দিকে নিচের অংশে দুটি গুলি চিহ্ন ও পেটের ডান পাশে ৩টি গুলি চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার মাঝ রাতের কে বা কারা তাকে ডেকে নিয়ে খুব কাছে থেকে পর পর ৫ রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এদিকে একই সকালে রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং প্রথম প্রকল্প এলাকায় ছুরিকাঘাতে বাসির তালুকদার (৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিকেলে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় এক মুসল্লির মৃত্যু ॥ রাজধানীর শাহাজাদপুর প্রগতি সরণিতে ট্রাকের ধাক্কায় আব্দুল কাদের (৫৪) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকায় থাকতেন। নিহতের পরিবারের বরাত দিয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, রবিবার ভোরে ফজরের নামাজ শেষে হেঁটে বাসায় ফেরার পথে শাহজাদপুর প্রগতি সরণি এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে ওসি আবু বকর জানান। ঘটনার পরপর চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।
×