ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনে অংশ নেয়া ছাড়া বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখার বিকল্প নেই ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪৩, ১৬ জুলাই ২০১৮

 নির্বাচনে অংশ নেয়া ছাড়া বিএনপির অস্তিত্ব টিকিয়ে  রাখার বিকল্প নেই ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ নির্বাচনে অংশগ্রহণ ছাড়া একটি রাজনৈতিক দলের অস্তিত্ব টিকিয়ে রাখা যায় না মন্তব্য করে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাজনৈতিক কর্মসূচীর নামে যারা জ্বালাও-পোড়াও করে তাদের জনগণ ভোট দেবে না। তবে বিএনপি নির্বাচনের জন্য যদি দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার কথা বলে থাকে তা হলে তা হবে বিএনপির জন্য মঙ্গলজনক। তিনি রবিবার দুপুরে সিরাজগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বক্তব্য ‘দলীয় নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নেয়ার আহ্বান’ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি একথা বলেছেন। তিনি এও বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখার কোন বিকল্প নেই। অপর এক প্রশ্নের জবাবে ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, উন্নয়নের স্বার্থেই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি নির্বাচনে সেখানকার মানুষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দেবে। কারণ এর আগে যারা মেয়র নির্বাচিত হয়েছিলেন তারা জনগণের কোন উন্নয়ন করতে পারেননি। তিন সিটি কর্পোরেশনের নির্বাচনে অতীতের মতোই ১৪ দলের ভূমিকা থাকবে এবং ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের জন্য কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। শহরের মুজিব সড়কে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
×