ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা

বাউফলের কারখানা ঘাটে ছয় মাস ধরে লঞ্চ ভিড়ছে না

প্রকাশিত: ০৬:৩৭, ১৫ জুলাই ২০১৮

 বাউফলের কারখানা ঘাটে ছয় মাস ধরে লঞ্চ  ভিড়ছে না

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৪ জুলাই ॥ বাউফলের কারখানা লঞ্চঘাটে দীর্ঘ ছয় মাস ধরে ঢাকাগামী লঞ্চ না ভেড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ লঞ্চ কর্তৃপক্ষের খামখেয়ালিপনা এবং বিআইডব্লিউটিএর উদাসীনতার কারণে ওই ঘাটে লঞ্চ ভিড়ছে না। ফলে অবহেলা অযতেœ পরে থেকে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত পন্টুনটি নষ্ট হয়ে যাচ্ছে। জানা গেছে, কারখানা নদীর বিভিন্ন অংশ ভরাট হয়ে যাওয়ায় ওই ঘাটে লঞ্চ ভিড়তে পারত না। কয়েক মাস আগে পানি উন্নয়ন বোর্ড ড্রেজিং করে বালু অপসারণ করলেও ঘাটে লঞ্চ ভেড়ানো হচ্ছে না। এর ফলে কাছিপাড়া, কনকদিয়া ইউনিয়নের মানুষ ঢাকা আশা যাওয়া করতে দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা পার্শ¦বর্তী বাকেরগঞ্জ উপজেলার আফালকাঠি লঞ্চঘাট গিয়ে লঞ্চে উঠছেন। আবার ঢাকা সদরঘাট থেকে বাড়ি রওনা হয়ে ওই ঘাটে এসে নামছেন। গভীর রাতে ওই ঘাটে লঞ্চ নোঙর করায় যাত্রীদেরকে কারখানা নদী পার হয়ে গন্তব্যে পৌঁছাতে হয়। কারখানা গ্রামের স্থানীয় বাসিন্দা আবুল হোসেন হাওলাদার বলেন, ব্রিটিশ আমল থেকে এই লঞ্চঘাটটি দিয়ে সাধারণ মানুষ ঢাকা, বরিশাল ভোলার সঙ্গে যাতায়াত করে। বর্তমানে এই ঘাটে লঞ্চ না ভেড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছি আমরা। বাধ্য হয়ে ট্রলারযোগে পার্শ¦বর্তী বাকেরগঞ্জ উপজেলার আফালকাঠি লঞ্চঘাটে গিয়ে লঞ্চে উঠতে হয়। বিশেষ করে নারী ও শিশুদের জন্য কষ্টকর হয়ে পড়ে। অপর বাসিন্দা শাহজাহান হাওলাদার বলেন, কারখানা লঞ্চঘাটটিতে লঞ্চঘাটে লঞ্চ ভেড়ার জন্য স্থানীয় এমপি বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের কাছে একটি ডিও লেটার পাঠালেও অজ্ঞাত কারণে তা কার্যকর হচ্ছে না। স্থানীয়রা ওই ঘাটে লঞ্চ ভেড়ানোর জন্য দাবি জানিয়েছেন। এ বিষয়ে পটুয়াখালী জেলা বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান বলেন, আমি শীঘ্রই সরেজমিনে ঘাটটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
×