ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতির মৃত্যু

প্রকাশিত: ০৪:২৮, ১৪ জুলাই ২০১৮

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দাদি-নাতির  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৩ জুলাই ॥ কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতি নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ঘাটাইল উপজেলার রসুলপুর এলাকার কালু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৬০) ও আহাদ আলী (৫)। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক নুর এ আলম ও স্থানীয়রা জানান, নিহতরা কালিহাতী উপজেলার রাজাবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকালে দাদি ও নাতি লাইনের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে বঙ্গবন্ধু সেতুর দিকে বেড়াতে যাচ্ছিল। একপর্যায় তারা ট্রেন লাইনে বসে গল্প করছিল। এ সময় ঢাকাগামী একটি ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। পরে নিহতদের লাশ পরিবারের লোকজন নিয়ে যায়। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকার উদ্দেশে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে যায়। সেই ট্রেনেই কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
×