ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্টে কনের ভাইয়ের মৃত্যু ॥ বিয়ে বাড়িতে হঠাৎ কান্নার রোল

প্রকাশিত: ০৪:২৭, ১৪ জুলাই ২০১৮

 বিদ্যুতস্পৃষ্টে কনের ভাইয়ের মৃত্যু ॥ বিয়ে বাড়িতে হঠাৎ কান্নার রোল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে কলেজ প্রভাষক বোনের বিয়ে অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে ছোট ভাই এক কলেজছাত্র বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। এ ঘটনায় শুক্রবারের বিয়ের অনুষ্ঠান স্থগিত হয়ে যায়। নিহতের নাম শামসুল আলম (২৪)। সে শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর গ্রামের মন্ত্রীপাড়ার মোয়াজ্জেম হোসেনের একমাত্র ছেলে। শামসুল আলম এ বছর শ্রীপুরের বরমী কলেজ থেকে ব্যবস্থাপনা সম্মান বিষয়ে চূড়ান্ত পর্ব পরীক্ষায় অংশগ্রহণ করে। শনিবার গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ কেন্দ্রে তার মৌখিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানায়, শামসুল আলমের বোন শাহনাজ আক্তার রত্না শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক। শুক্রবার রত্নার বিয়ে অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত দিন ছিল। এ উপলক্ষে আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষীদের নিমন্ত্রণসহ সকল কার্যক্রম সম্পন্ন করা হয়। বাড়িতে বিয়ে অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে ওঠে। কয়েকদিন ধরে বাড়ির সবাই ব্যস্ত দিন কাটায়। বৃহস্পতিবার ছিল রত্নার গায়ে হলুদ অনুষ্ঠান। বৃহস্পতিবার মধ্যরাতে হলুদ অনুষ্ঠান প্রায় সম্পন্ন। পরদিন শুক্রবার দুপুরে বাড়িতে বিয়ে অনুষ্ঠানের অতিথিদের আপ্যায়নের জন্য বৃহস্পতিবার মধ্যরাত হতেই খাবার রান্নার আয়োজন শুরু হয়। শামসুল আলম বোনের বিয়ে অনুষ্ঠানের নানা কার্যক্রম তদারকি করছিল। রান্নার কার্যক্রম দেখার জন্য শুক্রবার ভোরে ঘর থেকে বের হয় শামসুল আলম। এ সময় গায়ে হলুদ অনুষ্ঠানের মঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় সে বিদ্যুতস্পৃষ্ট হয়। রাত দুটার দিকে এ ঘটনার সময় গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শেষে কনে রত্না অনুষ্ঠান মঞ্চে বসেছিলেন। স্বজনরা শামসুল আলমকে উদ্ধার করে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। . ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, শুক্রবার বিদ্যুতস্পৃষ্টে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। জানা যায়, শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলার নারগুন ইউনিয়নের নালারহাট গ্রামে নিজ বাড়িতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মোকসেদ আলী (৪০) নামে এক ভ্যানচালক মারা গেছে। তিনি তখন ঘর থেকে তার ভ্যানগাড়িটি বের করছিলেন। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। অপরদিকে জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া বহতি গ্রামে রিফাত (৮) নামের এক শিশু গাছের ওপর লাগানো আর্জেন্টিনার পতাকা নামাতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। . জয়পুরহাট নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, জয়পুরহাট শহরের বুলুপাড়া এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে রাহুল হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাড়ীর বিদ্যুতসংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাহুল হোসেন শহরের বুলুপাড়া মহল্লার বেল্লাল হোসেনের ছেলে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন জানান, সন্ধ্যায় রাহুল তাদের বাড়িতে বিদ্যুতসংযোগ দিচ্ছিল। এ সময় অনবধানবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হয়। পরে পড়শীরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×