ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুরস্কারে উদ্ভাসিত তারকা...

প্রকাশিত: ০৭:২৮, ১২ জুলাই ২০১৮

পুরস্কারে উদ্ভাসিত তারকা...

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অনন্য অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পী ও কলাকুশলীদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ প্রদান করা হয় গত রবিবার। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। গত রবিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা এ বিজয়ীদের হাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার তুলে দেন। এবার সম্মাননা পুরস্কারের বিশেষ দিক ছিল বিজয়ীদের জন্য তৈরি মেডেলের সোনার ক্যারেট। গেল বছরগুলোতে ১৮ দেয়া হলেও এবার দেয়া হয় ১৯ ক্যারেট। অভিনেত্রী ববিতা এবং অভিনেতা ফারুক তাদের জীবদ্দশায় চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছে। অন্যদিকে নুসরাত ইমরোজ তিশা এবং কুসুম শিকদার দু’জনেই ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী। চলচ্চিত্রে আসার পর তারাও যেন স্বমহিমায় জ্বলে উঠলেন। আর তাই তো দু’জনই এবার ভাগাভাগি করে নেন চলচ্চিত্রের জন্য দেশের সর্বোচ্চ সম্মান। অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ সিনেমায় অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিশা। আর গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কুসুম শিকদার। তিশা ও কুসুম শিকদার দু’জনই পুরস্কারপ্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পুরস্কারের অনুভূতি প্রসঙ্গে তিশা এক স্বাক্ষাতকারে বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে নেয়ার অনুভূতি অবশ্যই অন্য পুরস্কারগুলোর চেয়ে ভিন্ন। কাজের স্বীকৃতি সব সময় দায়িত্ব বাড়িয়ে দেয়। প্রত্যেক শিল্পীর ক্ষেত্রে জাতীয় পুরস্কার পাওয়া স্বপ্নের ব্যাপার। ‘ভবিষ্যতে যেন আরও ভাল কাজ করতে পারি এবং এই পুরস্কারের মর্যাদা ধরে রাখতে পারি। যে এই ভাল লাগা বলে প্রকাশ করতে পারব না।’ চেষ্টা করব সামনে আরও ভাল কাজ উপহার দিতে।’ তবে ‘শঙ্খচিল’ ছবিতে কুসুম শিকদারের অভিনয় দেখে তখনই অনেকে ধারণা করেছিলেন এই অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয়ত উঠবে তার হাতে। সেই ধারণা সত্যি হয়েছে। যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি। কুসুম সিকদার বলেন, ‘এটি অন্যরকম এক অনুভূতি। পুরো ছবির টিমকে পুরস্কারটি উৎসর্গ করছি। ছবিতে সবাই বেশ পরিশ্রম করে নির্মাণ করেছেন। আরও ভাল অভিনয়ের অনুপ্রেরণা এই পুরস্কারটি।’ অন্যদিকে, সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন পরিচালক, নন্দিত অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ অবলম্বনে নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে শাওনের গাওয়া গানের জন্য সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কার পান। স্বামী হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ওই ছবিটি পরিচালনাও করেছেন শাওন। পুরস্কার পাওয়ার পর নিজের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে হুমায়ূনকে স্মরণ করে এক হৃদয়স্পর্শী স্ট্যাটাস দেন শাওন। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কদমগুচ্ছ খোঁপায় জড়ায়ে দিয়ে। জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে, তুমি চলে এসো।’ পুরস্কার প্রসঙ্গে শাওন বলেন, ‘যদি মন কাঁদে’ গানটি শ্রোতাদের ভাল লেগেছিল। সবার কাছ থেকে বেশ প্রশংসাও পেয়েছি। এ জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি পাব ভাবিনি। এই প্রাপ্তি তাই অনেক বেশি আনন্দের। অন্যরকম অনুভূতি। এ জন্য ‘কৃষ্ণপক্ষ’ ছবির সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে এই প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিশা, কুসুম শিকদার ও শাওন। এর আগে তিশা ও কুসুম সেরা অভিনেত্রী হিসেবে একবার করে মেরিল প্রথম আলো পুরস্কার জিতলেও শাওনের ভাগ্যে সেটাও জোটেনি। কাজেই, ২০১৮ সালটা এই তিন তারকার জন্যই স্মরণীয় হয়ে থাকবেÑ এ কথা বলাই যায়।
×