ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাইন সংস্কারে খোঁড়া অজুহাত ॥ বিড়ম্বনায় বিদ্যুত গ্রাহকরা

প্রকাশিত: ০৭:০৭, ১২ জুলাই ২০১৮

লাইন সংস্কারে খোঁড়া অজুহাত ॥ বিড়ম্বনায় বিদ্যুত গ্রাহকরা

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ দেশে বিদ্যুত উৎপাদনে রেকর্ড আর রাজশাহীতে চাহিদা অনুযায়ী সরবরাহ থাকলেও নিরবচ্ছিন্ন বিদ্যুত দিতে পারছে না রাজশাহী বিদ্যুত বিভাগ। লাইন সংস্কারের খোঁড়া অজুহাতে বিদ্যুত পরিস্থিতি নিয়ে বিড়ম্বনায় ফেলা হচ্ছে নগরবাসীকে। কোম্পানি হওয়ার পর থেকে রাজশাহীতে বিদ্যুত বিভ্রাটে নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিনে চার/পাঁচ ঘণ্টা করে বিদ্যুত সরবরাহ বন্ধ করে রাখা হচ্ছে। এ নিয়ে চরম ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় বিদ্যুত পরিস্থিতি নিয়ে এবার আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহীর সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। একদিকে বিদ্যুতের ভেল্কিবাজি অন্যদিকে উদ্ভট বিদ্যুত বিল নিয়ে ক্রমেই মানুষের ক্ষোভ বাড়ছে বিদ্যুত বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে। এখন নিরবচ্ছিন্ন বিদ্যুত থাকছে না পুরো নগরীতে। দিনে-রাতে যখনতখন যাচ্ছে বিদ্যুত। থাকছে না ঘণ্টার পর ঘণ্টা। বিদ্যুত বিভ্রাটের ভেল্কিবাজিতে চরম ভোগান্তিতে পড়ছে গ্রাহক। তবে বিদ্যুত অফিস বিদ্যুত না থাকাকে লোডশেডিং বলতে নারাজ। তাদের ভাষায় যান্ত্রিক ত্রুটি। তবে কথিত ত্রুটির অজুহাতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে বিদ্যুত থেকে। এর সঙ্গে যোগ হয়েছে ভোল্টেজের ওঠানামা। আর এই ভোল্টেজ ওঠানামার কারণে নষ্ট হচ্ছে ইলেক্ট্রিক ও ইলেকট্রনিক সামগ্রী। শহর কিংবা গ্রাম সবখানেই এখন বিদ্যুতের নাজুক অবস্থা রাজশাহী অঞ্চলে। বিদ্যুত উৎপাদনে ঘাটতি কমার ফিরিস্তি তুলে ধরা হলেও মানুষ কার্যত তা দেখছে না। এক্ষেত্রে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিদ্যুত বিতরণ লাইনের সমস্যাকে সামনে আনা হচ্ছে। সারাদেশে বিদ্যুত বিতরণের যে সংযোগ টানা হয়েছে তার বেশিরভাগই নাকি জরাজীর্ণ-ত্রুটিূর্ণ বলে দায় এড়াচ্ছেন কর্মকর্তারা। এদিকে বিদ্যুতের কারণে শুধু উন্নয়নই ব্যাহত হচ্ছে না বিড়ম্বনার শিকার হচ্ছে মানুষ। এ অবস্থায় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান ক্ষোভ প্রকাশ করে বলেন, সেবামূলক প্রতিষ্ঠান বিদ্যুত বিভাগ। এখন সেটি কোম্পানি করা হয়েছে। অতিরিক্ত সেবার পরিবর্তে কর্মকর্তারা এখন বিদ্যুত সরবরাহের নামে অতিরিক্ত হয়রানি করছে। শীঘ্রই বিদ্যুত পরিস্থিতি স্বাভাবিক না হলে বিদ্যুত অফিস ঘেরাও ছাড়াও আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান সামাজিক সংগঠনের নেতা জামাত খান। তবে বিদ্যুত বিভাগের কর্মকর্তারা বলছেন, লাইনে ত্রুটির কারণে মাঝে মাঝে সঙ্কটে পড়তে হচ্ছে। তাদের কর্মীরা নিয়মিত মাঠে কাজ করছেন বলে দাবি করেন রাজশাহীতে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. (নেসকোর) প্রধান প্রকৌশলী।
×