ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

হাসপাতালে কর্মবিরতি পালন বন্ধের নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ

প্রকাশিত: ০৬:২৬, ১২ জুলাই ২০১৮

হাসপাতালে কর্মবিরতি পালন বন্ধের নির্দেশনা চেয়ে রিটের আদেশ আজ

স্টাফ রিপোর্টার ॥ যে কোন পরিস্থিতিতে সরকারী-বেসরকারী হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি পালন বন্ধের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ বৃহস্পতিবার। অন্যদিকে ভুল বিচারে ভারতে কারাভোগকারী বাদল ফরাজীর মুক্তি চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। সরকারী- বেসরকারী হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি পালন বন্ধের নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশ বৃহস্পতিবার । বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন। একই সঙ্গে আবেদনটি সংশোধন করে বৃহস্পতিবার ফের দাখিল করতে রিটকারী আইনজীবীকে নির্দেশ দিয়েছে আদালত। রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ। সম্প্রতি চট্টগ্রামে এক সাংবাদিকের কন্যা রাইফা খান নিহত হওয়ার পর বেসরকারী হাসাপাতাল মালিক সমিতি কর্মবিরতির ডাক দেয়। এতে ভোগান্তির শিকার হন চট্টগ্রামের রোগী ও সাধারণ মানুষ। এছাড়াও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় ডাক্তার ও হাসপাতালের কর্মচারীরা কর্মবিরতি পালন করে থাকেন। এ কারণে এ ধরনের কর্মসূচী বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন আইনজীবী বশির আহমেদ। রিটে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়। পরে রিটকারী আইনজীবী সাংবাদিকদের জানান, চিকিৎসাসেবার সঙ্গে মানুষের জীবন-মৃত্যুর সম্পর্ক। এ পেশায় যারা কাজ করেন তারা কিছু হলেই কর্মবিরতির ডাক দেন। সাধারণ মানুষকে এভাবে জিম্মি করে কর্মবিরতির ডাক দেয়া বেআইনী। এ কারণে আদালতে রিট দায়ের করা হয়েছে। রিটে ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি ডাকা কেন বেআইনী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে। এছাড়া রিটে সকল জেলা সদরের হাসপাতালগুলোতে কমপক্ষে ৩০ শয্যা বিশিষ্ট আইসিইউ অথবা সিসিইউ ইউনিট বসানোর নির্দেশনা চাওয়া হয়েছে। বাদল ফরাজীর মুক্তি চেয়ে রিট খারিজ ॥ ভুল বিচারে ভারতে কারাভোগকারী বাদল ফরাজীর মুক্তি চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ। ভারতের জেল থেকে বাংলাদেশের জেলে প্রেরণ করা বাদল ফরাজীর মুক্তি চেয়ে গত ৮ জুলাই হাইকোর্টে রিট দায়ের করেন দুই আইনজীবী হুমায়ুন কবির পল্লব ও ব্যারিস্টার কাউছার।
×