ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বন্দুকযুদ্ধে ৬ মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৬:১৩, ১২ জুলাই ২০১৮

বন্দুকযুদ্ধে ৬ মাদক কারবারি নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ মাদকবিরোধী অভিযানে গত দুই দিনে রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, ঢাকা ও লক্ষ্মীপুর জেলায় পুলিশ ও র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় পুলিশ ও র‌্যাব তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, ইয়াবা, হেরোইন ও গুলি উদ্ধার করেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। রাজশাহী ॥ রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিতে আহত মাদক কারবারি আবদুল মালেকের (৩৫) মৃত্যু হয়েছে। মালেক জেলার চারঘাট উপজেলার মুক্তারপুর দফাদারপাড়া গ্রামের মিনসার আলীর ছেলে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। গত শুক্রবার রাতে ফেনসিডিল চোরাচালানের সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের গুলিতে সে আহত হয়েছিল। রাজশাহী জেলা (ডিবি) পুলিশের পরিদর্শক খালিদ হোসেন বলেন, ঘটনার দিন রাতে ফেনসিডিল চোরাচালানের খবর পেয়ে মুক্তারপুর এলাকায় অভিযানে যান ডিবি পুলিশ সদস্যরা। এসময় কয়েকজন মাদক কারবারি রামদা নিয়ে পুলিশকে আক্রমণ করেন। আত্মরক্ষায় পুলিশ গুলি করলে মালেক গুলিবিদ্ধ হয়। নাটোর ॥ নাটোরের বড়াইগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ওসমান আলী (৩২) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার বাহিমালী বাজারে এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন ও হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-৫। নিহত ওসমান আলী উপজেলার গুরুমশাইল গ্রামের মৃত মুনসুর আলী মুনসীর ছেলে। কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই শীর্ষ মাদক বিক্রেতা নিহত হয়েছে। নিহতরা হলো ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহম্মেদ (৩০)। সম্পর্কে তারা মামা-ভাগ্নে। বুধবার ভোরে জেলার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের আনন্দবাজার এলাকার নিকটবর্তী একটি ইটভাঁটির কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে র‌্যাবের ২ সদস্য আহত হয়েছে। কেরানীগঞ্জ ॥ কেরানীগঞ্জের দেওশুর এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ী নুর হোসেন (৩৬) ওরফে নুরা নিহত হয়েছে। এই ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। তবে আহতদের নাম জানা যায়নি। লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে বুধবার ভোরে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সোহেল রানা ওরফে সুরাইয়া সোহেল নামের পুলিশের তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। এ ঘটনায় এসআই মোতাহের হোসেন, গোলাম মোস্তফা নামে দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৯ রাউন্ড কার্তুজ ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত সোহেল রায়পুরের উত্তর দেনায়েতপুর গ্রামের মৃত মুনাফের ছেলে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকের ৬টি মামলাসহ ১৯টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
×