ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাইলো ড্রাম বিতরণ

প্রকাশিত: ০৬:৫৩, ১১ জুলাই ২০১৮

সাইলো ড্রাম বিতরণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রাকৃতিক দুর্যোগের সময় ধান, চাল ও বীজ সংরক্ষণের জন্য দরিদ্র, প্রান্তিক, ভূমিহীন ও বর্গাচাষীদের মাঝে ফুডগ্রেড প্লাস্টিকের তৈরি উন্নতমানের সাইলো ড্রাম বিতরণ করা হয়েছে। গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৪৯৮ পরিবারের মাঝে নামমাত্র মূল্যে মঙ্গলবার সকাল দশটায় সাইলো ড্রাম বিতরণ করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে ও খাদ্য অধিদফতরের আধুনিক খাদ্য সংরক্ষণ কর্মসূচীর আওতায় সাইলো ড্রামগুলো বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন মোল্লা, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ। খাঁচায় মাছ চাষ উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১০ জুলাই ॥ মৎস্য বিভাগের সহায়তায় মাগুরায় মঙ্গলবার সকালে জেলার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে স্থাপিত খাঁচায় মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমানের সভাপতিত্বে মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য জরিপ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান স্বপন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসানসহ অন্যরা।
×