ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চসিকের ২৪২৫ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৬:৫২, ১১ জুলাই ২০১৮

চসিকের ২৪২৫ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ২০১৮-১৯ অর্থবছরের জন্য ২ হাজার ৪২৫ কোটি ৪২ লাখ ৮২ হাজার টাকা বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ঘোষিত বাজেট বাস্তবায়নে সিংহভাগ অর্থই আসবে ত্রাণ সহায়তা, উন্নয়ন অনুদান এবং বিভিন্ন উৎস থেকে। মঙ্গলবার দুপুরে চসিক সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। চসিকের এ বাজেট বাস্তবায়নে ৬৯৪ কোটি ৯২ লাখ ৮২ হাজার টাকা আসবে নিজস্ব উৎস থেকে। এরমধ্যে রয়েছে গৃহকর, ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে রাজস্ব আদায়, ট্রেড লাইসেন্স, লাইসেন্স নবায়নসহ বিভিন্ন খাত। আর ১ হাজার ৭৩০ কোটি ৫০ লাখ টাকা আয় ধরা হয়েছে ত্রাণ সহায়তা, উন্নয়ন অনুদান এবং অন্যান্য উৎস থেকে। ঘোষিত বাজেট অনুযায়ী ৫৪২ কোটি ৮৭ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা, সড়ক, যন্ত্রপাতি ও যানবাহনের রক্ষণাবেক্ষণ, ভাড়া-কর ও অভিকর, বিদ্যুত-জ্বালানি ও পানি, কল্যাণমূলক ব্যয়, ডাক ও তার, ভ্রমণ ও যাতায়াত, বীমা এবং প্রশিক্ষণসহ প্রধান কয়েকটি খাতে। ত্রাণ ব্যয়, বকেয়া দেনা, স্থানীয় সম্পদ, উন্নয়ন এবং বিবিধ খাতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৮০ কোটি ৬০ লাখ টাকা। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দোহার সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, সচিব আবুল হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুদ্দিন এবং সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলররা। কুড়িগ্রাম পৌরসভা স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, কুড়িগ্রাম পৌরসভার ৪৫ কোটি ৬৬লাখ ১২হাজার ৩৭৯টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আব্দুল জলিল। মঙ্গলবার কুড়িগ্রাম পৌরসভা মিলনায়তনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৯৪লাখ ২৭হাজার ৯ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৭১লাখ ৮৫হাজার ৩৭০টাকা। বিভিন্ন খাত থেকে আয় দেখানো হয়েছে ৪৫ কোটি ৬৬লাখ ১২হাজার ৩৭৯টাকা।
×