ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কোটাবিরোধী ছাত্রদের ওপর হামলার নিন্দায় মার্কিন দূতাবাস

প্রকাশিত: ০৭:১৮, ১০ জুলাই ২০১৮

কোটাবিরোধী ছাত্রদের ওপর হামলার নিন্দায় মার্কিন দূতাবাস

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশে সরকারী চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করে তাদের ওপর আক্রমণের নিন্দা করেছে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। ফেসবুকে দূতাবাসের পাতায় প্রকাশ করা এক বিবৃতিতে দূতাবাস বলেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যারা বাংলাদেশের গর্বিত গণতন্ত্রের ভবিষ্যত নেতা তাদের শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর আক্রমণ সেই সব মূলনীতির বিরোধী, যার ওপর আমাদের মতো দেশগুলো প্রতিষ্ঠিত। খবর বিবিসির। এতে বলা হয়, বাকস্বাধীনতা, জমায়েতের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের মতো যে মৌলিক গণতান্ত্রিক অধিকার যারা প্রয়োগ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছে। এই বিবৃতির সঙ্গে একটি ‘পিসফুল প্রটেস্টবিডি’ নামে একটি হ্যাশট্যাগ সংযুক্ত করা হয়েছে, যাতে এ বিষয় নিয়ে আরও মন্তব্য বা পোস্ট রয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পাতার বিবৃতিটি বহু লোক শেয়ার করেছেন। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে পিসফুল প্রটেস্টবিডি হ্যাশট্যাগটি ব্যবহার করার প্রবণতা দেখা যায়। বাংলাদেশে সরকারী চাকরিতে কোটাপ্রথার বিরুদ্ধে কিছুদিন ধরেই ছাত্ররা বিক্ষোভ করছে। এ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী চাকরিতে সব ধরনের কোটা বাতিল করা হবে বলে সংসদে বিবৃতি দেন। কিন্তু এর বাস্তবায়ন নিয়ে অগ্রগতি না হবার কারণ দেখিয়ে কিছুদিন আগে দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। গত সপ্তাহে কোটা আন্দোলনকারীদের সমাবেশের ওপর দফায় দফায় আক্রমণ চালানো হয়। এজন্য আন্দোলনকারীরা সরকারসমর্থক ছাত্রলীগকে দায়ী করলেও, ছাত্রলীগ এর পেছনে আন্দোলনকারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বই কারণ ছিল বলে দাবি করে।
×