ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিতের সেঞ্চুরিতে টি২০ সিরিজ ভারতের

প্রকাশিত: ০৬:৪৪, ১০ জুলাই ২০১৮

রোহিতের সেঞ্চুরিতে টি২০ সিরিজ ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয় ও শেষ টি২০তে স্বাগতিক ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১এ জিতে নিয়েছে বিরাট কোহলির দল। এই নিয়ে টানা ৬ টি২০ সিরিজ জিতল ভারত। অক্ষত থাকল তিন ম্যাচের টি২০তে তাদের জয়যাত্রাও। ৮টি তিন ম্যাচের সিরিজ খেলে জয় সবকটিতে! দুর্দান্তই বলতে হবে। ব্রিস্টলে রোববার ১৯৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল ইয়ন মরগানের ইংল্যান্ড। কিন্তু রোহিত শর্মা আর তার সতীর্থদের রুদ্রমূর্তির সামনে লড়াইও করতে পারেনি ইংলিশ বোলাররা। ভারত জিতেছে ৮ বল বাকি রেখেই। ৫৬ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন রোহিত। আন্তর্জাতিক টি২০তে তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে স্পর্শ করেছেন নিউজিল্যান্ডের কলিন মানরোর রেকর্ড। আরেকটি হলেই চুড়ায় উঠবেন ভারতীয় ওপেনার। অলরাউন্ডার হারদিক পান্ডিয়ার পারফর্মেন্সের কথাও আলাদা করে বলতে হবে। বল হাতে তার ৪ উইকেট শেষ দিকে প্রত্যাশিত রান করতে দেয়নি ইংশিদের। পরে ব্যাট হাতে নেমে কাজ শেষ করেছেন ১৪ বলে ৩৩ রানের টর্নেডো ইনিংসে। বৃহস্পতিবার নটিংহামে শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সবশেষ রয়েছে পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজ। ইংল্যান্ডের মাটিতে ভারতীয়দের অতীত রেকর্ড মোটেই ভাল নয়। বিশেষ করে টেস্টে। টি২০ সাফল্যে এবার শুরুটা কিন্তু দারুণ হয়েছে। আকাশে উড়তে থাকা কোহলিরা এবার ওয়ানডে ও টেস্টে কেমন করে, সেটিই দেখার অপেক্ষা। স্কোর ॥ ইংল্যান্ডÑ ১৯৮/৯ (২০ ওভার; রয় ৬৭, বাটলার ৩৪, হেলস ৩০, মরগান ৬, স্টোকস ১৪, বেয়ারস্টোন ২৫, উইলি ১, জর্ডান ৩, প্লাঙ্কেট ৯, রশিদ ৪*; চাহার ১/৪৩, উমেশ ২/৩৬, পান্ডিয়া ৪/৩৮, চাহাল ০/৩০)। ভারতÑ ২০১/৩ (১৮.৪ ওভার; রোহিত ১০০*, ধাওয়ান ৫, রাহুল ১৯, কোহলি ৪৩, পান্ডিয়া ৩৩*; উইলি ১/৩৭, বল ১/৩৯, জর্ডান ১/৪০)। ফল ॥ ভারত ৭ উইকেটে জয়ী সিরিজ ॥ তিন ম্যাচ টি২০ ভারত ২-১ এ জয়ী ম্যাচ ও সিরিজসেরা ॥ রোহিত (ভারত)
×