ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডোমারে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন

প্রকাশিত: ০৬:৩৪, ১০ জুলাই ২০১৮

ডোমারে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ যৌতুকের দাবিকৃত দুই লাখ টাকা না পেয়ে স্বামী, শ্বশুর ও শাশুড়ির শারীরিক নির্যাতনের শিকার হয়েছে জাকিয়া আক্তার নামের এক গৃহবধূ। নীলফামারীর ডোমার উপজেলা সদরের ডাঙ্গাপাড়া গ্রামের এ ঘটনায় ওই গৃহবধূকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরের হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ সাংবাদিকদের অভিযোগ করে জানায় সে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালন গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠায় গত দুই বছর আগে বিয়ে হয় প্রেমিক ডোমার উপজেলার ওই গ্রামের এন্দাদুল হকের ছেলে জুয়েল রানা মিঠুর। প্রথম অবস্থায় জাকিয়ার বাবা এ বিয়ে না মানলেও পরবর্তীতে পরিবারের চাপে মেনে নেয়। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে যাতায়াত শুরু হয়। এরই মধ্যে জাকিয়ার কোলজুড়ে আসে মেয়ে সন্তান। জন্মের ৬ দিন পর শিশুটি মারা যায়। এরপর থেকেই জাকিয়া আক্তারকে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। দুই লাখ টাকা যৌতুকের জন্য তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। জাকিয়া জানায়, রবিবার সে যৌতুকের টাকা ছাড়াই বাবার বাড়ি হতে স্বামীর বাড়িতে ফিরে এলে স্বামী জুয়েল রানা মিঠু শ্বশুর ও শাশুড়ি মিলে জাকিয়া আক্তার বেদম মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। খবর পেয়ে ঘটনার দিন বিকেলে জাকিয়ার বাবা জাহাঙ্গীর আলম এসে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে দেয়। বর্তমানে সেখানে জাকিয়া আক্তার চিকিৎসাধীন রয়েছে। ভ্যানচালক হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন সংবাদদাতা, মেহেরপুর, ৯ জুলাই ॥ মেহেরপুরের গাংনীর ভ্যানচালক খবির হোসেন (৩৮) হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজী রহমান এ দ-াদেশ প্রদান করেন। দ-প্রাপ্তরা হলো জোড়পুকুরিয়া গ্রামের আবু জেহেলের ছেলে রবিউল ইসলাম, সাবান আলীর ছেলে অক্কাস আলী, আইয়ুব আলীর ছেলে বিপ্লব। উল্লেখ্য, ২০০৪ সালের ১১ নবেম্বর রাতে ভ্যানচালক খবির বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন রাতে জোড়পুকুর গ্রামের প্রধান সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পরিবার। ১২ নবেম্বর মেহেরপুর গাংনী থানায় একটি হত্যা মামলা করেন তার ভাই আছের আলী। দুপুরে ঐ মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেন আদালত।
×