ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিডিয়া ম্যানেজমেন্ট পাঠ্যধারা শুরু

প্রকাশিত: ০৫:৫০, ৯ জুলাই ২০১৮

  মিডিয়া ম্যানেজমেন্ট পাঠ্যধারা শুরু

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত চার সপ্তাহব্যাপী এ্যাডভান্সড কোর্স ফর মিডিয়া ম্যানেজমেন্ট পাঠ্যধারা ৮ জুলাই শুরু হয়েছে। এই কর্মসূচী চলবে আগামী ২ আগস্ট পর্যন্ত। পাঠ্যধারায় তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের মধ্যমস্তরের ২০ কর্মকর্তা অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ পাঠ্যধারায় সফলভাবে অংশগ্রহণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা যেসব বিষয়ে সম্যক জ্ঞান লাভ করবেন তা হলোÑ কার্যকর ও সময়োপযোগী মিডিয়া ব্যবস্থাপনা, গণমাধ্যম প্রতিষ্ঠান পরিচালনায় কৌশলগত পরিকল্পনা, গণমাধ্যম প্রতিষ্ঠান পরিচালনায় আর্থিক ও মানবসম্পদের যথাযথ ব্যবহারের লক্ষ্যে সঠিক পরিকল্পনা এবং ব্যবস্থাপনা, আধুনিক গণমাধ্যমের সঙ্কট বা চ্যালেঞ্জ মোকাবেলা, গণমাধ্যমের নৈতিকতা ও সম্পাদকীয় ব্যবস্থাপনা, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, সুশাসন এবং সংবিধান ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতিধারা। -বিজ্ঞপ্তি
×