ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডের সৈকতে বেড়াতে এসে তিন পর্যটক নিখোঁজ

প্রকাশিত: ০৫:৫৪, ৭ জুলাই ২০১৮

 সীতাকুন্ডের সৈকতে বেড়াতে এসে  তিন পর্যটক নিখোঁজ

চট্টগ্রাম অফিস/নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড ॥ চট্টগ্রামের সীতাকু-ের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আবারও ঘটেছে পর্যটক নিখোঁজের ঘটনা। শুক্রবার বিকেলে সৈকতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছে ৩ যুবক। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কারও সন্ধান মেলেনি। সঙ্গীদের বরাত দিয়ে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর জানান, নিখোঁজ তিন যুবক হচ্ছে- চট্টগ্রাম আগ্রাবাদ কোতোয়ালি থানার জামালখান এলাকার আবদুল কুদ্দুসের পুত্র সাইফুল ইসলাম (২৫), চঁাঁদপুর জেলার কচুয়া থানার পাশা এলাকার তাজুল ইসলামের পুত্র আলাউদ্দিন (২৬) এবং একই জেলার শাহরাস্তি এলাকার শাহজাহানের পুত্র মোঃ ইয়াছিন (১৮)। নিখোঁজ তিনজনের মধ্যে সাইফুল ইসলাম ও ইয়াছিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী এবং আলাউদ্দিন নগরীর আন্দকিল্লা এলাকার বিকাশ প্রেসে কাজ করে। তারা তিনজনই চট্টগ্রামের জামালখান ওয়ার্ডে বসবাস করেন। চট্টগ্রামের মোমিন রোড জামালখান এলাকা থেকে পরিবারসহ ২৩ সদস্যর একটি পর্যটক দল বেলা আড়াইটার দিকে সীতাকু-ের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসে। এ সময় তারা সাগর পাড়ে খাওয়া শেষে ঘোরাফেরা শুরু করেন। বিকেলে এক পর্যায়ে সাইফুল ইসলাম, আলাউদ্দিন ও ইয়াছিন গোসল করতে উত্তাল সমুদ্রে নেমে পড়ে। এ সময় ভাটার টানে তিনজনেই সাগরে তলিয়ে যায়। এ ঘটনার পরপরই স্থানীয় লোকজন সাগরে ইঞ্জিন চালিত বোট নিয়ে নিখোঁজ তিনজনকে উদ্ধারে একঘণ্টা ধরে তল্লাশি চালায়। পর্যটক নিখোঁজের খবর পেয়ে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সীতাকুন্ড ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে। সীতাকুন্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্তকর্তা মোঃ ওয়াশি আজাদ জানান, উপজেলার বাঁশবাড়িয়া সাগরে নিখোঁজ ৩ পর্যটক উদ্ধারে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে সাগর উত্তাল হওয়ায় নিখোঁজ তিনজনকে খুঁজে পাওয়া যায়নি। পর্যটক উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। গত ২২ জুন ঢাকার নারায়ণগঞ্জ এলাকা থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে এসে সাগরে গোসল করতে নেমে ৯ জন তলিয়ে যায়। এদের মধ্যে সাতজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজের ২৪ ঘণ্টা পর দুই পর্যটকের লাশ উদ্ধার করে ডুবুরি দল।
×